শনিবার, ১১ জুলাই, ২০১৫

আবদুল্লাহ ইবনে মাসউদ (রঃ) এর উদ্ধৃতি (ইসলামি কলাম)

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) জীবিত ছিলেন উসমান (রা) এর খিলাফতকাল পর্যন্ত । তিনি যখন অন্তিম রোগ শয্যায়, তখন উসমান (রা) একদিন তাকে দেখতে গেলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ
– আপনার অভিযোগ কীসের বিরুদ্ধে?
— আমার পাপের বিরুদ্ধে।
– আপনার চাওয়ার কিছু আছে কি?
— আমার রবের রহমত বা করুণা।
– বহুবছর যাবত আপনার ভাতা নিচ্ছেন না, তা কি আবার দেয়ার নির্দেশ দেব?
— আমার কোন প্রয়োজন নেই।
দিনশেষে রাত্রি নেমে এলো, আব্দুল্লাহ ইবন মাসউদ তার রফীকে আলা-শ্রেষ্ঠতম বন্ধুর সাথে মিলিত হলেন। খলীফা উসমান তাঁর জানাযার নামায পড়ান এবং হযরত উসমান ইবন মাজউনের (রা) পাশে তাঁকে সমাহিত করা হয়।
[আসহাবে রাসূলের জীবনকথা (প্রথম খন্ড) – মুহাম্মাদ আবদুল মাবুদ]

আবদুল্লাহ ইবনে মাস’উদকে (রাদিয়াল্লাহু আনহু) বলা হয়েছিলো,
“আমরা কিয়াম আল-লাইল আদায় করতে পারছি না।”
তিনি উত্তর দিলেন, “তোমাদের নিজেদের পাপকাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখ।”
[লাতা’ইফ আল-মা’আরিফ, পৃ ৯৮]


“আল্লাহ যা আগে থেকেই নির্ধারিত রেখেছেন সে ব্যাপারে ‘যদি এমনটি না হতো’ বলার চেয়ে উত্তপ্ত লাল কয়লা ঠান্ডা না হওয়া পর্যন্ত কামড়ে ধরে থাকাও আমার কাছে অনেক প্রিয়।”
— আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)
[আয-যুহদ, আবু দাউদ, পৃ ১৩৬]

​”নিশ্চয়ই একজন লোকের কোন কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি​,​ যখন ​সে ​​দুনিয়ার জীবনের জন্য কোন কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও ​কিছু করছে না।​”
— আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)
[ ​আল-হিলইয়াহ, ১/১৩০]​


“আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ করে যদি আপনি লোকজনকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না।”
— আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)
[আল-বায়হাকী শু’আব আল-ঈমানে বর্ণনা করেন, ২০৯]


“জঘন্য পাপগুলোর একটি হলো যখন একজন মানুষ তার অপর ভাইকে বলে, “আল্লাহকে ভয় করো” এবং সে তার জবাবে বলে, “তোমার নিজেকে নিয়ে চিন্তা করো।”
— আব্দুল্লাহ বিন মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)
[আবু বাকর আল-দাইনুরি, আল মুজালাসাহ ওয়া জাওয়াহির আল-‘ইলম, ২৬১৯]


“ভালো কাজকে যিনি বীজ হিসেবে বুনেছেন সম্ভবত তার ফসল হবে আশা,
খারাপ কাজকে যে বীজ হিসেবে বুনেছে সম্ভবত তার ফসল হবে অনুতাপ।”
— আব্দুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)

“জ্ঞান হারিয়ে যাওয়ার আগেই তা অর্জন করো, আর জ্ঞান হারিয়ে যায় যখন আলেমগণ ইন্তেকাল করেন। তোমরা জানো না যে কখন তা তোমাদের কাজে লাগবে।”
— আব্দুল্লাহ বিন মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন