শনিবার, ১১ জুলাই, ২০১৫

আবু দারদা আল আনসারী (রঃ) এর উদ্ধৃতি (ইসলামি কলাম)

“আপনি ততদিন পর্যন্ত ‘আলিম (স্কলার) হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি মুতা’আল্লিম (ছাত্র) হতে না পারছেন এবং আপনি ততদিন পর্যন্ত মুতা’আল্লিম (ছাত্র) হতে পারবেন না যতদিন আপনার যেটুকু ‘ইলম (জ্ঞান) আছে তদনুযায়ী ‘আমল (কাজ) না করছেন।”
— আবুদ দারদা আল-আনসারী (রাদিয়াল্লাহু আনহু)
[ইকতিদাউল ‘ইলমি আল-‘আমাল, ২৯]


“আমি সিজদারত অবস্থায় আমার ৭০ জন দ্বীনী ভাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করি, আমি তাদের সবার নাম এবং তাদের পিতার নাম উল্লেখ করি।”
— আবু দারদা আল-আনসারী (রাদিয়াল্লাহু আনহু)
[ইমতিনা, পৃ ১৬৬]


“শরীরের সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য।”
— আবু দারদা আল-আনসারী (রাদিয়াল্লাহু আনহু)
[আল-জামি, পৃ ২৯৭]

“আমি এমন তিনটি জিনিস ভালোবাসি লোকে যা ঘৃণা করে : দারিদ্র, অসুস্থতা এবং মৃত্যু। আমি এদের ভালোবাসি কেননা দারিদ্র হচ্ছে বিনয়, অসুস্থতা হলো গুনাহের মোচন এবং মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাত লাভ করা।”
— আবু দারদা (রাদিয়াল্লাহু আনহু)
[লা-তাহযান, আইদ আল-কারনি, পৃ ৩৪২]

“কোন দরজায় যখন কেউ কড়া নাড়ে, তখন দরজাটি তার জন্য খুলে যাওয়ার খুব কাছে থাকে।
যে ব্যক্তি অনেক দু’আ করতে থাকে তখন তার দু’আ কবুল হবার দ্বারপ্রান্তে থাকে।”
— আবু দারদা আল আনসারী (রাদিয়াল্লাহু আনহু)
[আশ-শু’আব, ২/১১৪২]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন