আমরা জানি,এই সামান্য একটি কালিমাই তো এক সময় গর্দান বিসর্জন দেয়ার মত শক্তি রাখতো!এই কালিমাই তো এক সময় আল্লাহর পথে সন্তান-সন্ততি অকাতরে বিলিয়ে দেবার হিম্মত ও মনোবল রাখতো। এই কালিমা এক সময় স্বীয় মাতৃভূমি ছাড়ার শক্তি যোগাত, ফাঁসির মঞ্চে তুলে ধরতো তার বাহককে অকুন্ঠচিত্তে। আর আজ!
আজ সেই কালিমা সামান্য শীতের মৌসুমে নামাযের জন্য গরম বিছানা থেকে তুলে আনতে পারেনা। যে কালিমা সারা জীবনের অকৃত্রিম বন্ধু শরাবকে শরীয়তের একটি নির্দেশের ইশারায় মুহূর্তে দূরে সরিয়ে দিয়েছে,পরিনত করেছে শত্রুতে,আর আজ একান্ত প্রয়োজনের ক্ষেত্রে এই কালিমা আপনাকে আপনার একটি সামান্য শখের আয়োজন থেকেও সরিয়ে আনতে পারেনা।
— ওস্তাদ আবুল হাসান আলী নদভী (রঃ)
[তাজা ঈমানের ডাক]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন