বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

☼☼ উমর হলেন আল ফারুক ☼☼

হযরত উমর (রাঃ) ইসলাম গ্রহণ করেই জিজ্ঞাসা করলেন, "হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলমানদের সংখ্যা কত?" মহানবী (সাঃ) উত্তর দিলেন, "তোমাকে নিয়ে চল্লিশ জন।" উমর (রাঃ) বললেন, "এটাই যথেষ্ট। আজ থেকে আমরা এই চল্লিশ জনই কা'বা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর। অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না।"
মহানবী (সাঃ) হযরত উমরের এই সদিচ্ছার উপর হৃষ্টচিত্তে আদেশ দিলেন। হযরত উমর (রাঃ) সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে 'আল্লাহু আকবার' ধ্বনি দিতে দিতে কা'বা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন।
মুসলিম দলের সাথে হযরত উমর (রাঃ) -কে এভাবে কা'বা প্রাঙ্গণে দেখে উপস্থিত কুরাইশগণ যারপর নাই বিস্মিত ও মনোক্ষুন্ন হয়ে পড়লো। তাদের মনোভাব দেখে হযরত উমর (রাঃ) পৌরুষকন্ঠে গর্জন করে বললেন, "আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোন মুসলমানের কেশাগ্র স্পর্শ করলে উমরের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে।"
কা'বায় উপস্থিত একজন কুরাইশ সাহস করে বলল, "হে খাত্তাব পুত্র উমর, তুমি কি সত্যই মুসলমান হয়ে গেলে? আরবরা তো কদাচ প্রতিজ্ঞাচ্যুত হয় না। জানতে পারি কি, তুমি কি জিনিস পেয়ে এমন ভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে?"
হযরত উমর (রাঃ) -এর এরূপ তেজোদীপ্ত কথা শুনে আর কেউ-ই কোন কথা বলতে সাহস পেলো না। বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল।
অতঃপর মহানবী (সাঃ) সবাইকে নিয়ে কা'বা ঘরে নামায আদায় করলেন। সেখানে মুসলমানদের এটাই প্রথম নামায। এর আগে মুসলমানরা অতি গোপনে ধর্ম কাজ করতেন। পোশাক-পরিচ্ছদের পার্থক্যও রক্ষা করতে পারতেন না। এজন্য কে মুসলমান, কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না। এ ঘটনার পর মুসলমানরা পোশাক-পরিচ্ছদ ও ধর্ম কর্মে পৃথক সম্প্রদায়রূপে পরিগণিত হলেন। এ ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী (সাঃ) হযরত উমরকে 'আল ফারুক' উপাধিতে ভূষিত করলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন