শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

পৃথিবী চুপ

পৃথিবী চুপ,মানবতা চুপ।মুসলমান মরছে,কেউ বলছেনা কিছু।কেউ করছেনা কিছু।মুসলমান যেন মানুষ নয়,তাদের জীবনের যেন কোন মূল্য নেই।তাদের জন্য কারো যেন দয়া নেই।মুসলমান আজ যেন সবচেয়ে বড় অপরাধী।তাদের কোন অধিকার থাকবেনা,তাদের কোন স্বাধীনতা থাকবেনা,তাদের কোন দেশ থাকবেনা।তারা যেন পরের হাতে মরে যাওয়ার জন্য এসেছে।এই পৃথিবীতে তো পাখি কিংবা পশুদেরও স্বাধীনতা আছে, তাদের ও তো অধিকার আছে।কিন্তু মুসলমান কি আজ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে?এটি কি মানবতা?
কোথায় মানবতা?কোথায় শান্তিসংঘ?কোথায় আজ বিদ্রোহী স্লোগান?কোথায় আজ সত্য বানী?কোথায় আজ ন্যয় বিচার?কোথায় আজ আদালত?কোথায় আজ বিচার?কোথায় আজ ফাঁসির মঞ্চ?
মুসলমান হত্যার বিচারের জন্য কি কোন আদালত নেই?কোথাও কি বিচারের মঞ্চ নেই?
......
যদি আজ ইহুদী বোদ্ধ হিন্দু খ্রিষ্টানরা এভাবে মরে যেত,তবে আজ কেউ চুপ থাকতনা। সবাই বলতো মানবতা খুন হচ্ছে,বন্ধ করো,বন্ধ করো,নতুবা তোমরাও বাঁচতে পারবেনা।
আমরা তো দেখি একটা অমুসলিম খুন হলে দেশে বিদেশে প্রতিবাদ হয়,আন্দোলন হয়, বিচার হয়।আর যদি হাজার হাজার অমুসলিম মারা যেত তবে আজ কি কি হতো,তা বুঝতে বাকি থাকে না।
মুসলমান কি করেছে?কাকে গালি দিয়েছে?কাকে হত্যা করেছে?কার বাড়ি ঘরে আগুন দিয়েছে?কোন ধর্মে আঘাত দিয়েছে?কোন ধর্মগ্রন্থ পুড়িয়েছে?
মুসলমান সে মুসলমান এই কি শুধু অপরাধ?বাহ বাহ বাহ!চমৎকার মানবতা!
আমাদের প্রধানমন্ত্রী নাকি তাহাজ্জুদ এর নামাযও কাযা করেন,কুরআন তিলাওয়াত ও নিয়মিত করেন।
তিনি তো মানবতা বেশ ভাল বুঝেন।
তিনি চুপ কেন?নাকি মুসলমান মারা গেলে কিছু বললে মানবতা বিরোধী কাজ হয়ে যায়?
আজ বাংলাদেশে যদি হিন্দু বোদ্ধদের হাতে মুসলমান খুন হয় তবুও তো তিনি চুপ থাকবেন নিশ্চয়,কারন তিনি মনে করেন,মুসলমানের মানবতা নেই।আর তিনি ভয় পান,আজ যদি তিনি মুসলমানের পক্ষে বলেন,কাল ভারত তার শত্রু হবে,এবং পরের দিন তিনি গদি হারাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন