শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

ইবনু আতা’ইল্লাহ আল ইসকান্দারির উদ্ধৃতি (ইসলামি কলাম )

নিজের ভেতর লুকিয়ে থাকা ভুল-ত্রুটিগুলোর দিকে খেয়াল রাখা আপনার থেকে আড়াল করে রাখা অদেখা জগতসমূহের দিকে খেয়াল করতে যাওয়ার চাইতে উত্তম।”
— ইবনু আতা’ইল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)


হে আমার রব! আমি কতশত ভ্রান্তিতে থাকার পরও আপনি আমার প্রতি এতো সহৃদয়! আমি অনেক গুনাহগার হওয়ার পরও আপনি আমার প্রতি কতই না ক্ষমাশীল।
—- ইবনু আতা’ইল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)

“আল্লাহ যখন আপনার জিহবাকে কিছু চাইতে উৎসাহিত করেন,
জেনে নিন তিনি আপনাকে কিছু দিতে চাইছেন।”
—– ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)

“আপনার রব আল্লাহর উপরে নির্ভর করে আপনি যা-ই করবেন তা কখনই কঠিন হবে না,
এবং আপনার নিজের উপরে নির্ভর করে আপনি যা-ই করবেন তা কখনই সহজ হবে না।”
— ইবনু আতা’ইল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)



“তিনি যখন অপ্রাপ্তির বুঝটি আপনার জন্য উন্মুক্ত করে দেন, তখন অপ্রাপ্তিটাও প্রাপ্তির সমান হয়ে যায়।”
— ইবনু আতা’ইল্লাহ আল ইসকান্দারী (রাহিমাহুল্লাহ)


“সে কী পেলো যে আল্লাহকে হারালো ?
সে কী হারালো যে আল্লাহকে পেলো?”
— ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন