অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা একটি ফিলিস্তিনি শিশুকে পুড়িয়ে হত্যা করেছে। নাবলুস শহরের দক্ষিণে দুমা নামে একটি গ্রামের দুটি বাড়িতে ইহুদিবাদীরা ইচ্ছাকৃতভাবে আগুন দেয়।
শুক্রবার সকালের দিকে অবৈধ বসতি স্থাপনকারীরা বাড়ি দুটির ওপর পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে মারে। এতে বাড়ি দুটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং আলী সাদ দাওয়াবশা নামে ১৮ মাসের একটি শিশু পুড়ে মারা যায়।
ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুনে শিশুটির মা-বাবা ও চার বছরের ভাইও পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িতে আগুন ধরে যাওয়ার পর হতভাগ্য শিশুটির বাবা তাদের দুই ভাইকে বাঁচানোর চেষ্টা করেন।
কিন্তু, চার বছরের শিশুকে বাঁচানো গেলেও ১৮ মাসের ওই শিশুকে বাঁচাতে পারেননি। অগ্নিকাণ্ডের সময় পাশের বাড়িতে কেউ ছিল না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পাশেই দেয়ালে হিব্রু ভাষায় লেখা রয়েছে- ‘প্রতিশোধ নেয়ার জন্য এ হামলা চালানো হয়েছে।’
সূত্র: বিবিসি,
সূত্র: বিবিসি,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন