প্রশ্ন:
আসসালামু আলাইকুম হুজুর আপনার শরিল ভালতো বাসার সবাই ভাল আছে,যাক কতায় আসি হুজুর হক কতা বলতে আল্লহ লজ্জা বোদ করেননি, আমার প্রস্ন :স্ত্রী সহবাসের সময় বীর্য পাত না হলে কি গোসল ফরজ হবে? এ বিসয়ে বিস্তারিত যানালে আমল করতে সুবিধা হবে, বী দোয়া ইকাল খয়ের।
উত্তর:
হ্যাঁ, বীর্যপাত না হলেও শুধু স্ত্রী সহবাসের দ্বারাই গোসল ফরজ হয়ে যাবে ৷
সাহাবায়ে কেরামের মধ্যে এক সময় বিষয়টি নিয়ে দ্বিধা ছিল যে, গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত হওয়া লাগবে কিনা? তখন বিষয়টির মিমাংসার জন্য উম্মুলমুমিনীন হযরত আয়িশা রাঃর দ্বারস্থ হলে তিনি সিদ্ধান্ত দেন-
হ্যাঁ, বীর্যপাত না হলেও শুধু স্ত্রী সহবাসের দ্বারাই গোসল ফরজ হয়ে যাবে ৷
সাহাবায়ে কেরামের মধ্যে এক সময় বিষয়টি নিয়ে দ্বিধা ছিল যে, গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত হওয়া লাগবে কিনা? তখন বিষয়টির মিমাংসার জন্য উম্মুলমুমিনীন হযরত আয়িশা রাঃর দ্বারস্থ হলে তিনি সিদ্ধান্ত দেন-
اذا جاوز الختان الختان فقد وجب الغسل فعلته انا ورسول الله صلى الله عليه وسلم فاغتسلنا
" যখন পুরুষের খতনার অংশ নারীর খতনার অংশ অতিক্রম করবে, গোসল ফরজ হয়ে যাবে ৷ রাসূল সঃ ও আমার এমন ঘটেছে অতপর আমরা গোসল করেছি "
এই হাদীসের আলোকে বিষয়টির চূড়ান্ত মিমাংসা হয়ে যায় এবং উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ৷
এই হাদীসের আলোকে বিষয়টির চূড়ান্ত মিমাংসা হয়ে যায় এবং উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন