"পাকিস্তানের একজন আলেম আফ্রিকা সফর শেষে দেশে ফিরছিলেন। তখন বিমানে একজন পাদ্রীও ওঠে এবং তাঁর পাশে বসে।কথা বলতে গিয়ে ঐ আলেম পাদ্রীকে আফ্রিকা সফরের কারণ জিজ্ঞাসা করেন।"
"পাদ্রী তাঁকে জানান আমি আফ্রিকার একটি গ্রামে তিন বছর দাওয়াত প্রচার করি।আমার তিন বছরের প্রচেষ্টায় পুরো গ্রাম খ্রিস্টান হয়ে গেছে।তখন ঐ আলেমের সাথে ধর্ম নিয়ে ঐ পাদ্রীর খুব বিতর্ক হয়।"
"এক পর্যায়ে ঐ আলেম পাদ্রীকে বলেন, তুমি বলছ তোমার ধর্ম সঠিক আর আমি বলছি আমার ধর্ম সঠিক।তবে তুমি স্রিষ্টিকর্তার কাছে দুয়া কর যেন তোমাকে তিনি সঠিক পথ দেখান।"
"কিছুদিন পরে ঐ পাদ্রীর একটি চিঠি আসে ঐ আলেমের কাছে।পাদ্রী চিঠিতে জানান, আপনার কথা মত আমি স্রিষ্টিকর্তার কাছে দুয়া করেছিলাম যে,তিনি যেন আমাকে সঠিক পথ দেখান।আলহামদুলিল্লাহ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং আমি ইসলাম গ্রহন করেছি। এখন আমি যাব আফ্রিকার ঐ গ্রামে যেখানে সবাইকে খিস্টান বানিয়েছিলাম এবং গিয়ে সবাইকে মুসলমান হবার জন্য দাওয়াত প্রচার করব।"
"এ ঘটনা থেকে আমরা শিখে রাখি যে,খ্রিস্টানরা তাঁদের ধর্ম প্রচারের দাওয়াত দিয়ে থাকে এবং এতে তাঁরা বেশ সফল। এ পদ্ধতিতে দাওয়াত দিয়ে আজ তাঁরা সুদানের একটি অংশকে সুদান থেকে আলাদা করেছে। ইন্দোনেশিয়ার তিমুর স্টেটকে আলাদা করেছে এবং এখন বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার প্রচেষ্টায় আছে এবং তাঁর এতে প্রায় ৭০ভাগ কাজ শেষ করেছে।কিভাবে তা আরও বিস্তারিত জানবেন পরের কিছু পোষ্টে।"
"অথচ আজ মুসলমানদের সংঘবদ্ধ দাওয়াতের কাজের জামাতের খুব অভাব।যারা আছে তাঁদেরকে আমরা সহযোগিতার বদলে তুচ্ছ তাচ্ছিল্য করছি।তাঁদের দোষ ত্রুটি খোঁজায় লিপ্ত আছি।আসলে ম্রিত্যুর পরেই বুঝে আসবে কারা সঠিক আর কারা ভুল। ধুলো সরলেই বোঝা যাবে তুমি ঘোড়ার পিঠে সওয়ার ছিলে না গাঁধার পিঠে। আল্লাহ্ আমাদেরকে সঠিক দ্বীনের বুঝ দান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন