হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন,
“হে আমার সন্তান! আল্লাহকে এমনভাবে ভয় করো যে সমগ্র মানবজাতির ভালো কাজের সমতূল্য সওয়াব নিয়েও যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাত করো তবু তিনি তা কবুল করবেন না; এবং আল্লাহর ব্যাপারে এমন আশাবাদী হও যে সকল মানুষের করা পাপকাজের সমপরিমাণ পাপ নিয়েও যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাত করো তবু তিনি তোমায় ক্ষমা করে দিবেন।”
[ইমাম সুহাইব ওয়েব ফেসবুক পেইজ, ২৯/০৬/২০১৪]
“মৃত্যুর দিন দু’টির কোনটিকে আমি বেশি ভয় করি? যেদিন আমার মৃত্যু নেই সেই দিনটি নাকি যেদিন আমার জন্য মৃত্যুকে নির্ধারিত রাখা হয়েছে সেই দিনটি? যেদিন আমার মৃত্যু নেই সেই দিনটিকে আমি ভয় করিনা। কিন্তু যেদিন মৃত্যু নির্ধারিত সেদিন তো সতর্ক ব্যক্তিরাও বাঁচতে পারবে না।”
— আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)
[লা তাহযান – ড আইয আল কারনি, পৃ ১৫০]
জ্ঞানের জন্য যথেষ্ট সম্মানজনক একটি বিষয় হলো, যারা তেমন একটা জ্ঞানার্জন করেননি, তারাও তা দাবী করেন এবং তাদেরকে যখন জ্ঞানী বলে সম্বোধন করা হয়, তারা আনন্দিত হন। অন্যদিকে অজ্ঞতার জন্য এটাই যথেষ্ট লজ্জাজনক যে, একজন অজ্ঞ লোকও তাকে অজ্ঞ বলে সম্বোধন করাকে ঘৃণা করে।”
— আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)
[ইমাম সা’ঈদ বিন আল-মুসাইয়াব (বায়োগ্রাফি) – সালাহউদ্দিন ইবন আলি ইবনে আবদুল মাওজুদ, দারুসসালাম পাবলিশার্স, পৃষ্ঠা – ৪৪]
“কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যত তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোন জ্ঞানই নেই।”
— হযরত আলী (রা)
“হে লেখক! তুমি যা লিখছ তার সবই একজন ফেরেশতা নজরদারী করছেন।তোমার লেখালেখিকে অর্থপূর্ণ করো কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
— হযরত আলী (রা)
“ফুলের মতন হও, যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়।”
— আলী ইবনে আবু তালিব
“জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই।”
— আলী (রাদিয়াল্লাহু আনহু)
“সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন।”
— হযরত আলী (রা
— হযরত আলী (রা
“অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়।”
— হযরত আলী (রা)
[আর-রাওদাহ, পৃ ১৮২]
“যেসব পাপকাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই।”
— হযরত আলী (রা)
— হযরত আলী (রা)
[রাবি আল-আবরার, ২/২৫৬]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন