শনিবার, ১১ জুলাই, ২০১৫

আয়েশা বিনতু আবু বকর (রঃহা ) এর উদ্ধৃতি (ইসলামি কলাম)

​আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন:
“আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনদিন কোন ভৃত্য অথবা কোন মহিলার গায়ে হাত তোলেননি।”
[সুনান আবু দাউদ, ৪৭৮৬]



এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করলো,
“আমি কখন জানতে পারবো যে আমি দ্বীনদার?”
তিনি উত্তর দিলেন,
“যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুনাহগার।”
সে জিজ্ঞাসা করলো,
“আর আমি কখন বুঝবো যে আমি একজন গুনাহগার?”
আয়েশা (রা) উত্তর দিলেন,
“যখন আপনি মনে করবেন আপনি একজন দ্বীনদার।”
[তানবিহ আল-গাফিলিন, ২৫১]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন