----------------------------------------
আস্সালামু আলাইকুম। শায়েখ একটি মাসআলা জানতে চাচ্ছি। জানালে ভালো হত। #
প্রশ্ন:
একজন মহিলা বাংলাদেশ হতে হজে যেতে ইচ্ছুক। তার স্বামী সাঊদি আরবে থাকেন। এখান থেকে তাকে একলাই যেতে হবে। ঢাকা থেকে তার ভাই, বোনের ছেলে বিমানে উঠিয়ে দিয়ে আসবে। আর সেখানে তার স্বামী তাকে গ্রহন করবে। এই নিয়মে হজে গেলে কি বিমানে মাহ্রাম ছাড়া অবস্থান করা কি না জায়েজ হবে ?
একজন মহিলা বাংলাদেশ হতে হজে যেতে ইচ্ছুক। তার স্বামী সাঊদি আরবে থাকেন। এখান থেকে তাকে একলাই যেতে হবে। ঢাকা থেকে তার ভাই, বোনের ছেলে বিমানে উঠিয়ে দিয়ে আসবে। আর সেখানে তার স্বামী তাকে গ্রহন করবে। এই নিয়মে হজে গেলে কি বিমানে মাহ্রাম ছাড়া অবস্থান করা কি না জায়েজ হবে ?
উত্তর:
হ্যাঁ ৷ মাহরাম ছাড়া কোন মহিলার সফরের দূরত্বের পথ অতিক্রম করা যায়েজ নেই ৷ সুতরাং প্রশ্নে বর্ণিত উপায়েও মহিলার জন্য একা সফর করার অনুমতি নেই ৷
হ্যাঁ ৷ মাহরাম ছাড়া কোন মহিলার সফরের দূরত্বের পথ অতিক্রম করা যায়েজ নেই ৷ সুতরাং প্রশ্নে বর্ণিত উপায়েও মহিলার জন্য একা সফর করার অনুমতি নেই ৷
عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله عليه السلام لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة إلا ومعها حرمة . وفي لفظ البخاري " لا تسافر مسيرة يوم إلا مع ذي محرم " .
" আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূল সঃ বলেছেন, ঈমানদার কোন নারীর জন্য মাহরাম ব্যতিরেকে এক দিনের দূরত্বের পথ অতিক্রম করা জায়েজ নেই ৷ বুখারী, তিরমিযী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন