রবিবার, ২ আগস্ট, ২০১৫

প্রত্যেক মানুষের জন্যেই দুই ধরনের আগুন রয়েছে

প্রত্যেক মানুষের জন্যেই দুই ধরনের আগুন রয়েছে। যার মধ্য থেকে যেকোনো একটিকে অবশ্যই গ্রহণ করতে হয়।
১. জাহান্নামের আগুন।
২. তওবার আগুন।
যদি প্রথমটি গ্রহণ করা হয়, তাহলে দুনিয়ার অল্প কয়েক বছরের এই জীবনে পরিপূর্ণ স্বাধীন ভাবে মনের চাহিদা অনুযায়ী সকল প্রকার আরাম আয়েশ ভোগ করা যাবে। পূর্ণ করা যাবে সব ধরনের কামনাবাসনা। পরিনামে পাওয়া যাবে, অনন্ত অসীম কালের জীবনে শুধুই আগুন আর আগুন। যেই আগুনের উত্তাপ হবে পৃথিবীর জ্বলন্ত আগুনের থেকেও সত্তর গুণ বেশি তাপমাত্রা। তখন শত চেষ্টা করেও সেখান থেকে আর ফিরে আসা যাবে না।
আর যদি দ্বিতীয়টি গ্রহণ করা হয়, তাহলে স্বল্প সময়ের এই জীবনে অল্প কিছুদিন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য হাতে জ্বলন্তআগুন রাখার মত কঠিন ইমানী পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরিনামে অনন্ত অসীম কালের জীবনে মনের চাহিদা অনুযায়ী জীবনযাপন করার সুযোগ পাওয়া যাবে। সেখানে সবধরনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দেয়া হবে। ভোগ করা যাবে মনের চাহিদা অনুযায়ী সব ধরনের কামনা বাসনা।
সুতরাং কোন আগুনকে গ্রহণ করা উচিৎ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন