রবিবার, ২ আগস্ট, ২০১৫

বন্ধু দিবস থাকলে শত্রু দিবসও থাকা উচিত। কারণঃ



১। স্বভাবতই মানুষ নতুন নতুন বন্ধুত্বে বিশ্বাসী। যা থেকে নতুন নতুন শত্রুও তৈরী হয়।
২। টাকার কারণে অনেক বন্ধু বান্ধব ধীরে ধীরে অঘোষিত শত্রু হয়ে পড়ে।
৩। শত্রুরও বন্ধু আছে আবার শত্রুও আছে। 
৪। এক বন্ধু চার-পাচটা বান্ধবী নিয়ে সেলফিবাজির দরুন সেও মানসিক শত্রুতে পরিণত হতে পারে।
৫। বন্ধুর সাথে বন্ধুর অনেক দিন ধরে ক্ষোভ জমতে জমতেও সে বিরক্ত, এড়িয়ে চলার কারণ হতে পারে।
৬। বন্ধুর খুঁটিনাটি বদনাম বলে বেড়িয়ে চললে সেও শত্রূ হতে পারে।
৭। "বন্ধু জব করে কিন্তু আমরা সব বেকার" এই প্রবাদেও বন্ধু দূরে সরে যেতে পারে।
৮। বন্ধুর সুখে তাল মিলানো এবং দুঃখে হাত না বাড়ানো।
উপরের সবগুলোই একমাত্র তার পক্ষে সম্ভব যিনি বন্ধুত্ব করেছেন শুধুমাত্র স্বার্থরক্ষা আর সময় কাটানোর জন্য, বন্ধুত্ত্বের জন্য নয়। তাদের জন্য শত্রু দিবস কামনা করছি। অর্থনৈতিক মন্দার সিজনের কোন এক সময়ে এই দিবসকে ঠিক করা যেতে পারে।
আর বন্ধুত্ব নিয়ে শুধু একটিই কথা> বন্ধু হবে শুধুই বন্ধু, এটা কোন সম্পর্ক নয়... এটা একটা বাঁধন। যা মৌলিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন