বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

অমুসলিমের তৈরী খাবার খাওয়া ----------------------

----------------------
প্রশ্ন:
আসসালামু আলাইকুম।
জনাব, আমি ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । প্রায় সময় আমার স্কুলের মেডামদের পরিবেশিত খাবার খেতে হয়,তারা হিন্দু।অনেক সময় মুরগী মাংসের তরকারী খেতে হয় ৷
এখন আমি জানতে চাই আমি কি তাদের রান্না করা খাবার খেতে পারব? আমি জানি আল্লাহ ছাড়া অন্য নামে জবেহ করা কিছু খাওয়া হারাম।এক দিন আমি খেতে অস্বীকার করলে ১জন বলেন ইসলাম হল উদারতার ধর্ম তাহলে খেলে সমস্যা কী?
এখন এ সম্পর্কে শরিয়তের মাসয়ালা ও আমার করনীয় কী জানালে খুব উপকৃত হব।
উত্তর:
গাইরুল্লাহ্‌র নামে যবেহকৃত কোনো প্রাণীর গোশত খাওয়া হারাম ৷
وَلا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ (الأنعام: من الآية121
" আর তোমরা তা খাবে না যাতে আল্লাহর নাম নেয়া হয় নি ৷ আর নিশ্চয় এটা হলো অপরাধ "
সুতরাং কোনো মুশরিকের যবেহকৃত প্রাণী খাওয়া যাবে না ৷
আহলে কিতাবের যবেহকৃত প্রাণী খাওয়া যাবে যদি সে আল্লাহর নামে যবেহ করে ৷ কুরআনে বলা হয়েছে,
وطعام الذين أوتوا الكتاب حل لكم
"আর আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল"
মুসলিম নারী-পুরুষের যবেহকৃত প্রাণী খাওয়া হালাল এমনকি যদি সে ভুলে বিসমিল্লাহ নাও পড়ে ৷
لان البراء روي ان النبي قال المسلم يذبح على اسم الله سمى او لم يسم .وعن ابي هريرة ان النبي سئل فقيل ارايت الرجل منا يذبح وينسى ان يسمي الله؟ فقال اسم الله في قلب كل مسلم .اخرجه الدارقطني والبيهقي
"রাসূল সঃ বলেছেন, আল্লাহর নাম প্রত্যেক মুসলিমের অন্তরেই রয়েছে ৷ মুসলিম ব্যক্তি আল্লাহর নামেই যবেহ করে থাকে, মুখে বিসমিল্লাহ বলুক বা না বলুক"
তবে যদি কোনো মুসলিম ব্যক্তি ইচ্ছা করে বিসমিল্লাহ ছেড়ে দেয় তবে সে প্রাণী খাওয়া হারাম হবে ৷
অপর দিকে কোনো মুশরিক হিন্দু, বৌদ্ধ যদি আল্লাহর নামেও যবেহ করে তবুও সেটা হারাম ৷ কেননা দিলে শিরক রেখে মুখে বিসমিল্লাহ পড়ার কোনো মূল্য নেই ৷ এটা ইজমা দ্বারা প্রতিষ্ঠিত ৷
আর যেটা ইসলামে স্পষ্ট হারাম করা হয়েছে সেটা করার নাম কোনো দিনই উদারতা হতে পারে না ৷ এ ধরনের কথা মুর্খতা ছাড়া কিছুই না ৷ কারো স্ত্রীকে অন্য পুরুষ সম্ভোগ করতে চাইলে সেখানে নিজের স্ত্রীকে অন্যের সম্ভোগের জন্য দিয়ে দেয়াকে উদারতা বলা হবে না, এটাকে লুচ্চামী বলা যেতে পারে ৷ উদারতার অর্থ হলো সবার সাথে উত্তম ব্যবহার করা ৷ আল্লাহর সৃষ্টি প্রাণী যারা গাইরুল্লাহ্‌র নামে যবেহ করে সেই প্রাণী খাওয়া খোদাদ্রোহিতা বৈ কিছুই না ৷
তবে হ্যাঁ, মুশরিক বা হিন্দুর যবেহ না হয়ে অন্য কোনো খাবার হলে তাতে যদি অপবিত্রতার আশংকা না থাকে তবে খাওয়া হারাম নয় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন