বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

বাবার সম্পদে মেয়েদের অধিকার

আস্ সালামু আলাইকুম।
হযরত,
1/ ভাই বোনদেরকে বাবা ত্রিশ বছর
পেলেছেন তার সম্পদথেকে ।
এখন তিনি মারা গেছেন।এখন বোনেরাতো বাবারসম্পদ এতদিন খেলই
তারা কি আর মিরাসপাবে?
2/ মিরাস সম্পদথেকে ভাইয়েরানিয়েছে পাঁচ ভাগ ।বোনদের দিয়েছে একভাগ ।
বোনেরা প্রথমনিতে রাজী হয়ে নিয়েছে।
এখন আবারদাবি করছে ।তাদের দাবি কতটুকুযুক্তি সংগত ।আমাদের করণীয় কি ?
3 / আট বছরআগে বাবা মারা গেছেন।
বোনেরা দুইকাঠা পাবে ।এখন যদি তার দামদিতে চাই, তাহলে এখনকার দাম দিবো না আগের দাম দিবো ?বাটোয়ারা নিয়ে বিপদে আছি ॥বোনেরা মামলা করতে চাচ্ছে ।মেহেরবাণী করে যেটা সঠিক,সেটা জানালে আমলকরবো ইনশাল্লাহ ।
উত্তর:
বাবার দায়িত্ব মেয়েদেরকে বিয়ের আগ পর্যন্ত ভরণ-পোষণ দেয়া ৷ আর ছেলেদেরকে সাবালক হওয়া পর্যন্ত দেয়া ৷ সুতরাং বাবা ত্রিশ বছর পর্যন্ত তার মেয়েদেরকে ভরণ-পোষণের খরছ দিয়েছেন, এটা হিসাব করার দায়িত্ব ছেলেদের নয় ৷ বরং বাবার দায়িত্ব হলো, জীবদ্দশায় ছেলে ও মেয়েদের মধ্যে সমতা রক্ষা করা ৷
বাবার ইন্তেকালের পর আপনাদের দাদা-দাদী এবং মা জীবিত থেকে থাকলে তাদের নির্ধারিত অংশ প্রদানের পর অবশিষ্ট যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ভাইবোনদের মধ্যে বন্টনের নীতি হলো, প্রত্যেক ভাই এক বোনের দ্বিগুণ পাবে আর একএক বোন এক ভাইয়ের অর্ধেক পাবে ৷ দুই ভাই দুই বোন থাকলে দুই ভাই পাবে চার অংশ আর দুই বোন পাবে দুই অংশ ৷ তিন ভাই তিন বোন থাকলে তিন ভাই পাবে ছয় অংশ আর তিন বোন পাবে তিন অংশ ৷ সুতরাং এই অনুপাতে আপনার বোনদের অংশ তাদেরকে বুঝিয়ে দিতে হবে ৷ আপনারা ভাইয়েরা পাঁচ অংশ নিয়ে বোনদেরকে কিসের ভিত্তিতে এক অংশ দিলেন? যে সম্পদ আপনার বাবা রেখে গেছেন তাই দিতে হবে ৷ বোনরা যদি জায়গার পরিবর্তে টাকা নিতে স্বেচ্ছায় সম্মত হন তবে বর্তমান বাজার মূল্যে তাদেরকে পরিশোধ করতে হবে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন