বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

হিন্দু ব্যক্তির ইসলাম গ্রহনের পদ্ধতি


প্রশ্ন:
আস্সালামু আলাইকুম
হযরত আমি একজন হিন্দু কে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছি সে আমার দাওয়াত গ্রহন করেছে। কি ভাবে কালিমা পরাতে হয় নিয়ম টা বলে দিলে ভাল হয়
উত্তর:
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ৷ আপনি সব চেয়ে উত্তম নেক আমল করেছেন যে, একজন চিরস্থায়ী জাহান্নামের পথযাত্রী ভাইকে জান্নাতের পথে আনার চেষ্টা করেছেন ৷ আল্লাহর নবী সঃ বলেছেন
لان يهدي الله بك رجلا خير لك من حمر النعم
"তোমার মাধ্যমে আল্লাহ যদি একজন ব্যক্তিকে হেদায়াত দান করেন তবে তোমার জন্য সর্বাধিক মূল্যবান সম্পদ লাল উট অর্জন হওয়ার চেয়েও উত্তম " ৷
তাই অমুসলিমের নিকট ইসলামের দাওয়াত সর্বশ্রেষ্ঠ দাওয়াত ৷
ইসলাম গ্রহনের অর্থ হলো, ইসলামের চিরায়ত বিশ্বাসগুলো মেনে নেয়া ৷ আল্লাহর একত্ববাদ, শেষ নবীর রিসালাত আর পরকালের হিসাব-নিকাশ ইত্যাদি বিষয়গুলো বুঝে কালিমা পড়ে নিলেই একজন অমুসলিম ব্যক্তি মুসলমান হয়ে যাবে ৷
কারো কাছে গিয়ে অথবা কারো হাতে ইসলাম গ্রহন করা জরূরী নয় ৷ একা একা ইসলাম মেনে নিলেই হয়ে যাবে ৷ অতপর ইসলামের বিধিবিধান শিখতে হবে ৷
আপনি ঐ নওমুসলিম ভাইকে আমার এই লেখাটি পড়তে দিন ৷ আপনাদের সৌভাগ্যে আমাকেও শামিল রাখুন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন