আসসালামুআলাইকুম।,
এই প্রশ্নটার ঊত্তর জানালে উপকৃত হবো।আর আল্লাহআপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
প্রশ্ন:
মিতু চৌধুরীর ২ ছেলে আর মরিয়মের ২ মেয়ে ১ছেলে।
মরিয়মের প্রথম মেয়ে ২য় ছেলে ৩য় মেয়ে। মিতুর ২য়ছেলে আর মরিয়মের ২য় ছেলে দুধ ভাই।
আমি শুনেছি দুধভাইয়ের যত মাহরাম আছে অন্য দুধভাইতাদের সবার সাথে দেখা দিতে পারবে। আমার প্রশ্নহচ্ছে মিতুর ১ম ছেলে মরিয়মের অন্য ২দুই সন্তানসহতার সমস্ত মাহরামের সাথে দেখা দিতে পারবে কিনা?
কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই।উল্লেখ্যমিতু আর মরিয়ম দুই জা। দয়া করে উত্তর দিয়ে বাধিত
করবেন।
মিতু চৌধুরীর ২ ছেলে আর মরিয়মের ২ মেয়ে ১ছেলে।
মরিয়মের প্রথম মেয়ে ২য় ছেলে ৩য় মেয়ে। মিতুর ২য়ছেলে আর মরিয়মের ২য় ছেলে দুধ ভাই।
আমি শুনেছি দুধভাইয়ের যত মাহরাম আছে অন্য দুধভাইতাদের সবার সাথে দেখা দিতে পারবে। আমার প্রশ্নহচ্ছে মিতুর ১ম ছেলে মরিয়মের অন্য ২দুই সন্তানসহতার সমস্ত মাহরামের সাথে দেখা দিতে পারবে কিনা?
কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই।উল্লেখ্যমিতু আর মরিয়ম দুই জা। দয়া করে উত্তর দিয়ে বাধিত
করবেন।
উত্তর:
কুরআন পাকে দুধপানের মাধ্যমে মাহরাম হওয়ার কথা উল্লেখ আছে -
وامهاتكم الليتي ارضعنكم واخواتكم من الرضاعة
"আর তোমাদের জন্য বিবাহ করা হারাম তোমাদের ঐ সকল মাদেরকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে আর তোমাদের দুধবোনরাও হারাম "সূরা নিসা ৷
কুরআন পাকে দুধপানের মাধ্যমে মাহরাম হওয়ার কথা উল্লেখ আছে -
وامهاتكم الليتي ارضعنكم واخواتكم من الرضاعة
"আর তোমাদের জন্য বিবাহ করা হারাম তোমাদের ঐ সকল মাদেরকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে আর তোমাদের দুধবোনরাও হারাম "সূরা নিসা ৷
আর হাদীসে বর্ণিত হয়েছে
عن عائشة - رضي الله عنها - قالت: قال رسولُ اللَّه - صلى الله عليه وسلم إنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا يَحْرُمُ مِنَ الْوِلادَةِ
" হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত, রাসূল সঃ বলেছেন -
দুধপান দ্বারা তাদেরকে বিবাহ করা হারাম হয় জন্মের কারণে যাদেরকে বিবাহ করা হারাম হয় ৷ বুখারী, মুসলিম
আপনি প্রশ্নে স্পষ্ট করে বলেন নি কে কার দুধ পান করেছে ৷ মিতু আর মরিয়মের ছেলেদের মধ্যে দুধের সম্পর্কের আগে জানতে হবে দুধমা কে? আর দুধসন্তান কে? যদি মরিয়মের ছেলে মিতুর দুধ পান করে থাকে তবে যেই ছেলে দুধ পান করল, সে মিতুর ছেলে বলে গণ্য হবে এবং মিতুর আত্মীয় স্বজনদের সাথে এই ছেলেরও সেই সম্পর্কই হবে মিতুর গর্ভজাত অন্য দুই ছেলের যে সম্পর্ক ৷ অর্থাৎ মিতুর মা তার নানী, মিতুর বোনেরা তার খালা মিতুর কোনো মেয়ে হলে সে তার বোন হবে ৷ আর এই ছেলে বিয়ে করলে তার স্ত্রী মিতু ও মিতুর স্বামীর পুত্রবধূ হবে ৷ তার সন্তানেরা মিতু ও তার স্বামীর নাতি-নাত্নি হবে ৷ দেখা দিতে পারবে এবং বিবাহ অবৈধ হবো ৷ অর্থাৎ সম্পর্ক কেবল যেই সন্তান দুধ পান করেছে তার সাথেই হবে ৷ মরিয়মের অন্য দুই সন্তানের উপর এর কোনো প্রভাব পড়বে না ৷
আর যদি মিতুর সন্তান মরিয়মের দুধ পান করে থাকে তবে তার ব্যাপারেও একই কথা ৷ মরিয়ম ও তার স্বামী-সন্তানদের সাথে মিতুর এই দুধপানকারী সন্তানের সম্পর্ক তৈরি হবে ৷ মিতুর পরিবারের আর কারো উপর এই সম্পর্কের কোনো প্রভাব পড়বেনা ৷
দুধপান দ্বারা তাদেরকে বিবাহ করা হারাম হয় জন্মের কারণে যাদেরকে বিবাহ করা হারাম হয় ৷ বুখারী, মুসলিম
আপনি প্রশ্নে স্পষ্ট করে বলেন নি কে কার দুধ পান করেছে ৷ মিতু আর মরিয়মের ছেলেদের মধ্যে দুধের সম্পর্কের আগে জানতে হবে দুধমা কে? আর দুধসন্তান কে? যদি মরিয়মের ছেলে মিতুর দুধ পান করে থাকে তবে যেই ছেলে দুধ পান করল, সে মিতুর ছেলে বলে গণ্য হবে এবং মিতুর আত্মীয় স্বজনদের সাথে এই ছেলেরও সেই সম্পর্কই হবে মিতুর গর্ভজাত অন্য দুই ছেলের যে সম্পর্ক ৷ অর্থাৎ মিতুর মা তার নানী, মিতুর বোনেরা তার খালা মিতুর কোনো মেয়ে হলে সে তার বোন হবে ৷ আর এই ছেলে বিয়ে করলে তার স্ত্রী মিতু ও মিতুর স্বামীর পুত্রবধূ হবে ৷ তার সন্তানেরা মিতু ও তার স্বামীর নাতি-নাত্নি হবে ৷ দেখা দিতে পারবে এবং বিবাহ অবৈধ হবো ৷ অর্থাৎ সম্পর্ক কেবল যেই সন্তান দুধ পান করেছে তার সাথেই হবে ৷ মরিয়মের অন্য দুই সন্তানের উপর এর কোনো প্রভাব পড়বে না ৷
আর যদি মিতুর সন্তান মরিয়মের দুধ পান করে থাকে তবে তার ব্যাপারেও একই কথা ৷ মরিয়ম ও তার স্বামী-সন্তানদের সাথে মিতুর এই দুধপানকারী সন্তানের সম্পর্ক তৈরি হবে ৷ মিতুর পরিবারের আর কারো উপর এই সম্পর্কের কোনো প্রভাব পড়বেনা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন