বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

ইসলামী কার্টুন দেখা

আস্সালাম আলাইকুম |
হুজুর,
ইসলামি ঘটনার উপর নির্মিত বা কোন ধরনের ইসলামি কার্টুন দেখা যাবে কিনা ?
উত্তর:
প্রাণীর প্রতিচ্ছবি বা প্রতিকৃতি তৈরি করা বৈধ নয় ৷ হাদীসে এসেছে-
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة، ويقال لهم: أحيوا ما خلقتم رواه البخاري ومسلم،
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أشد الناس عذابًا يوم القيامة المصورون
"রাসূল সঃ বলেছেন, যারা প্রাণীর আকৃতি তৈরি করে তাদের শাস্তি হবে ৷ বলা হবে তোমরা যে আকৃতি বানিয়েছ তাতে জীবন দাও ৷
কেয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে জীবাকৃতি গঠনকারীদের ৷ বুখারী, মুসলিম
সুতরাং মানুষ বা জীবজন্তুর অবয়ব বিশিষ্ট কার্টুন তৈরি করা যাবে না ৷ এটা নিষিদ্ধ ছবির মধ্যে পড়ে ৷ এ ধরণের প্রতিকৃতি সংগ্রহে রাখা নিষেধ ৷
আর ভিডিও কার্টুন চলমান চিত্র হওয়ার কারণে এটা নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে মতভেদ আছে ৷ অনেকে ভিডিওকে নিষিদ্ধ প্রতিকৃতির অন্তর্ভুক্ত করেন নি ৷ কিন্তু সে যাই হোক, কার্টুন দেখা তো একটা অনর্থক কাজ ৷আর মুমিনের বৈশিষ্ট্য হলো
والذين هم عن اللغو معرضون
"আর যারা অনর্থক কাজ এড়িয়ে চলো ৷ "
সুতরাং কার্টুন না দেখাই তো ভালো ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন