মাওলানা মামুনুল হক সাহেব
---------------------------------------------
---------------------------------------------
আসসালামু আলাইকুম ভাই আমি অনার্সে ভর্তি হব। দাওয়াত তাবলিগের উছিলায় আমার জিবন বদলে গেছে । এখন আমি চাচ্ছি মাওলানা কোর্সটা করে নিতে। এখানের মাদ্রাসায় কাফিয়া শরীফে ভর্তি হতে পারব কিন্তু এ জন্যে কয়েকটা কিতাব আমাকে শেষ করতে হবে। হাতে মাত্র ৩ মাসের মত আছে। কয়েকটা কিতাব হোয়াটস এপের মাধ্যমেই পড়া চালাচ্ছি । আপনিও যদি যেকোন সময় হোয়াটস এপে কিছু সময় দিতেন তবে খুব উপকার হত। আমার পরিবারটা আধুনিক হওয়ায় লুকিয়ে লুকিয়ে পড়তে হচ্ছে। এবার ভর্তি না হতে পারলে হয়ত মাওলানা কোর্সটা করা অসম্ভব হয়ে যাবে ।
উত্তর:
আল্লাহ আপনার জযবা ও হিম্মতকে কবুল করুন ৷
আলেম হতে হলে আরবী ভাষা বুঝতে হবে ৷ আরবী ভাষার নাহু সরফ আয়ত্ব করা ছাড়া যারা আপনাকে কাফিয়া পড়ার বুদ্ধি দিয়েছে, অবাস্তব ও আবেগী পথ দেখিয়েছে ৷ মাদরাসা শিক্ষা অর্জন করতে হলে নাহু -সরফের জন্য কমপক্ষে দুই তিন বছর সময় বের করতে হবে ৷ আর এই শিক্ষাটা হাতে কলমে হতে হবে ৷ এখানে সর্টকার্ট কোনো পথ অবলম্বন করলে পরবর্তি পড়ালেখায় চোখে শর্ষেফুল দেখা ছাড়া উপায় নেই ৷ আরবী ভাষা শিক্ষার উপরই মাদরাসা শিক্ষার বুনিয়াদ ৷ ব্যসিক আরবী কিছুটা রপ্ত হলে মাদরাসা সিলেবাসের মাধ্যমিক স্তরে সংক্ষেপনের পথ অবলম্বন করা যেতে পারে ৷ পরবর্তিতে তাফসীর, হাদীস ও ফিকহের কিছু কিতাব পড়ে দাওরায়ে হাদীস পাশ করা সম্ভব ! কিন্তু অর্থবহ কিছু করতে হলে প্রাথমিক পর্বে ফাঁকিবাজি করার সুযোগ নেই ৷
আল্লাহ আপনার জযবা ও হিম্মতকে কবুল করুন ৷
আলেম হতে হলে আরবী ভাষা বুঝতে হবে ৷ আরবী ভাষার নাহু সরফ আয়ত্ব করা ছাড়া যারা আপনাকে কাফিয়া পড়ার বুদ্ধি দিয়েছে, অবাস্তব ও আবেগী পথ দেখিয়েছে ৷ মাদরাসা শিক্ষা অর্জন করতে হলে নাহু -সরফের জন্য কমপক্ষে দুই তিন বছর সময় বের করতে হবে ৷ আর এই শিক্ষাটা হাতে কলমে হতে হবে ৷ এখানে সর্টকার্ট কোনো পথ অবলম্বন করলে পরবর্তি পড়ালেখায় চোখে শর্ষেফুল দেখা ছাড়া উপায় নেই ৷ আরবী ভাষা শিক্ষার উপরই মাদরাসা শিক্ষার বুনিয়াদ ৷ ব্যসিক আরবী কিছুটা রপ্ত হলে মাদরাসা সিলেবাসের মাধ্যমিক স্তরে সংক্ষেপনের পথ অবলম্বন করা যেতে পারে ৷ পরবর্তিতে তাফসীর, হাদীস ও ফিকহের কিছু কিতাব পড়ে দাওরায়ে হাদীস পাশ করা সম্ভব ! কিন্তু অর্থবহ কিছু করতে হলে প্রাথমিক পর্বে ফাঁকিবাজি করার সুযোগ নেই ৷
প্রশ্ন:
ভাই আমিতো সেগুলো শিখতেছি আরবী, মীযান কিতাব চলছে ৷
ভাই আমিতো সেগুলো শিখতেছি আরবী, মীযান কিতাব চলছে ৷
উত্তর:
আপনি যেদিন নিজ থেকে আরবী পড়ে তার তারকীব ও তর্জমা করতে পারবেন সেদিন ফিক্হ ও উসূলেফিক্হ পড়বেন ৷ কাফিয়া শরহেজামী ইত্যাদি কিতাবগুলো আপনার পড়ার প্রয়োজন নেই ৷ আপনি অনার্সের পাশাপাশি শর্টকোর্স কোন মাদরাসায় ভর্তি হন ৷ ঢাকায় দারুররাশাদ মাদরাসা আছে ৷ অথবা এই জাতীয় কোন নৈশ মাদরাসায়ও ভর্তি হতে পারেন ৷ প্রাইভেট পড়ে কাভার করা খুবই কঠিন ৷
আর মীযান ও নাহবেমীর শুধু কিতাব পড়ে কিছুই হবে না ৷ নাহু ও সরফ শিখতে হবে ৷ কমপক্ষে বছর খানেক তার অনুশীলন লাগবে ৷ আল্লাহ আপনার সহায় হোন ৷ আমীন
আপনি যেদিন নিজ থেকে আরবী পড়ে তার তারকীব ও তর্জমা করতে পারবেন সেদিন ফিক্হ ও উসূলেফিক্হ পড়বেন ৷ কাফিয়া শরহেজামী ইত্যাদি কিতাবগুলো আপনার পড়ার প্রয়োজন নেই ৷ আপনি অনার্সের পাশাপাশি শর্টকোর্স কোন মাদরাসায় ভর্তি হন ৷ ঢাকায় দারুররাশাদ মাদরাসা আছে ৷ অথবা এই জাতীয় কোন নৈশ মাদরাসায়ও ভর্তি হতে পারেন ৷ প্রাইভেট পড়ে কাভার করা খুবই কঠিন ৷
আর মীযান ও নাহবেমীর শুধু কিতাব পড়ে কিছুই হবে না ৷ নাহু ও সরফ শিখতে হবে ৷ কমপক্ষে বছর খানেক তার অনুশীলন লাগবে ৷ আল্লাহ আপনার সহায় হোন ৷ আমীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন