মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ২৬ সূরাতুশ নামল ।


নকশায় আঁকা কুরআন: ২৬
সূরাতুশ নামল । 
মূলবক্তব্য: আল্লাহর বাণী পৌঁছানোর পদ্ধতি। 
-
১: রাসূলের প্রতি মুশরিকদের অবস্থান ও তাদের প্রতি রাসূলুল্লাহর আক্ষেপ। 
-
দ্বিতীয় ভাগ: ১০-১৯১। নবীগনের রেসালত।
১: ১০-৬৮। মুসার ঘটনা।
ক: ১০-১৫। ফিরআওনের সাথে মুসা।
খ: ৫২-৬৮। মুসা ও মুমিনগণের নাজাত। ফিরআওন তার বাহিনীর নিমজ্জন।
২: ৬৯-৮৯। পিতা ও কওমের সাথে ইবরাহীমের ঘটনা।
৩: ৯০-১০৪। কিয়ামতের দৃশ্য।
৪: ১০৫-১২২। কওমের সাথে নুহের ঘটনা।
৫: ১২৩-১৪০। কওমের সাথে হুদের ঘটনা।
৬: ১৪১-১৫৯। কওমের সাথে সালিহের ঘটনা।
৭: ১৬০-১৭৫। কওমের সাথে লূতের ঘটনা।
৮: ১৭৬-১৯১। কওমের সাথে শুয়াইবের ঘটনা।
-
৯: ১৯২-২১২। কুরআন ও এর প্রতি মুশরিকদের অবস্থান।
১০: ২১৩-২২০। রাসূলের প্রতি আল্লাহর দিক-নির্দেশনা।
১১: ২২১-২২৭। মুশরিকদের দাবী-দাওয়া প্রত্যাখ্যান ও তাদের প্রতি হুমকিপ্রদান।

নকশায় আঁকা কুরআন: ২৭
সূরাতুন-নামল।
মুলবক্তব্য: আল্লাহর স্মরণেই মাধ্যমে সভ্যতার শ্রেষ্ঠত্ব অর্জন।
-
১: ১-৬। কুরআন মুমিনদের জন্যে সুসংবাদদাতা। কাফিরদের জন্যে সতর্ককারী।
-
দ্বিতীয় ভাগ: ৭-৫৮। নবীগন।
১: ৭-১৪। মুসা ও তার কিছু মু‘জিযা।
২: ১৫-১৯। দাউদ ও সুলাইমান। তাদের প্রতি আল্লাহর নেয়ামতসমূহ।
৩: ২০-২৮। হুদহুদ ও সুলাইমান।
৪: ২৯-৪৪। সুলাইমান ও বিলকিস।
৫: ৪৫-৫৩। সালেহও তার কওম।
৬: ৫৪-৫৮। লুত ও তার কওম।
-
৭: ৫৯-৬৫। বিশ্বজগতে আল্লাহর কিছু কুদরতের প্রকাশ।
৮: ৬৬-৭৫। পুনরুত্থানের ব্যাপারে মুশরিকদের অবস্থান।
৯: ৭৬-৭৮। কুরআনের গুরুত্ব।
১০: ৭৯-৮১। রাসূলের দায়িত্ব ও মানুষের মধ্যে তার প্রভাবের সীমা।
১১: ৮২-৯০। কিয়ামত দিবসের কিছু দৃশ্য।
১২: ৯১-৯৩। নবী ও তার অনুসারীদের দায়িত্ব-কর্তব্য।

-
একক্লিকে:
#নকশায়আঁকাকুরআনAtikUllah

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন