মূলবক্তব্য: আল্লাহর দেয়া শরীয়ত সমাজের জন্যে নূর বা আলোস্বরূপ!
-
প্রথম ভাগ: ১-২৬। শরয়ী হুদুদ।
১: ১-৩। যেনার হদ।
২: ৪-৫। অপবাদ দেয়ার হদ।
৩: ৬-১০। স্ত্রীকে অপবাদ দেয়া (লি‘আন)-এর বিধান।
৪: ১১-২২। ইফকের ঘটনা।
৫: ২৩-২৬। আখেরাতে অপবাদের শাস্তি।
-
দ্বিতীয় ভাগ: ২৭-৩৪। সামাজিক আদাব।
১: ২৭-২৯। ঘরে প্রবেশের আদাব।
২: ৩০-৩১। পুরুষদেরকে দৃষ্টি অবনত রাখার আদেশ। নারীদেরকে সৌন্দর্য গোপন রাখার নির্দেশ।
৩: ৩২-৩৪। উপযুক্ত নারী-পুরুষকে বিয়ে করিয়ে দেয়ার নির্দেশ। দাসদের সাথে মুকাতাবা মানে লিখিতভাবে মুক্তির বিশেষ প্রস্তাব গ্রহণ করার আদেশ।
-
৪: ৩৫-৩৮। আল্লাহর নুর। মসজিদ আবাদকারীদের মর্যাদা ও প্রতিদান।
৫: ৩৯-৪০। কাফিরদের কর্মের দৃষ্টান্ত।
৬: ৪১-৪৬। আল্লাহর কুদরতের প্রকাশ।
৭: ৪৭-৫০। আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে মুনাফিকদের অবস্থান!
৮: ৫১-৫৪। আল্লাহর হুকুমের প্রতি মুমিনগনের আনুগত্য। মুমিনদের আনুগত্যের ব্যাপারে মুনাফিকদের মিথ্যাচার।
৯: ৫৫-৫৭। বান্দাদের ব্যাপারে আল্লাহর সুন্নাত।
-
তৃতীয় ভাগ: ৫৮-৬৩। সামাজিক রীতিনীতির সম্পূরক।
১: ৫৮-৬১। ঘরদোরের আদাব।
২: ৬২-৬৩। রাসুলের সাথে মুমিনগনের আচরণগত আদাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন