রবিবার, ১৯ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ২৩ সূরাতুল-মুমিনূন।


নকশায় আঁকা কুরআন: ২৩
সূরাতুল-মুমিনূন। 
মূলবক্তব্য: কাফিরদের পরিণতির সাথে মুমিনদের বৈশিষ্ট্যের তুলনা। 
-
প্রথম ভাগ:
১: ১-১১। মুমিনগনের বৈশিষ্ট্য ও তাদের প্রতিদান। 
২: ১২-২২। আল্লাহর কুদরতের প্রকাশ। পুনরুত্থানের সাব্যস্তকরণ। 
-
দ্বিতীয় ভাগ: ২৩-৫৬। নবীগনের দাওয়াত। 
১: ২৩-৩০। নূহের ঘটনা। 
২: ৩১-৪৪। হুদের ঘটনা। 
৩: ৪৫-৫০। মুসা, হারুন ও ঈসার ঘটনা। 
৪: ৫১-৫২। রাসূলগনের প্রতি দিক-নির্দেশনা ও তাদের আকীদার একত্ব। 
৫: ৫৩-৫৬। রাসূলগন চলে যাওয়ার পর মানুষের বিভেদ। 
-
৭: ৫৭-৬২। মুমিনগণের কিছু বৈশিষ্ট্য। 
৮: ৬৩-৭৭। কাফিরদের কিছু বৈশিষ্ট্য ও তাদের কর্মকান্ড ও তাদের প্রতি হুমকিপ্রদান। 
৯: ৭৮-৮০। আল্লাহর কুদরতের কিছু প্রকাশ। 
১০: ৮১-৯২। মুশরিক কর্তৃক পুনরুত্থানকে অস্বীকার ও তাদের যুক্তি খন্ডন। 
১১: ৯৩-৯৮। রাসূলের প্রতি আল্লাহর দিক-নির্দেশনা। 
১২: ৯৯-১১৫। মৃত্যুর কারণে অনুতাপ ও হাহাকার। কিয়ামত দিবসের দৃশ্য। 
১৩: ১১৬-১১৮। দু‘আ। 

-
একক্লিকে: 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন