বুধবার, ১৫ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ১৪ সূরা ইবরাহীম



মূল বক্তব্য: রিসালত ও রাসুল। 
-
১: ১-৪। কুরআনের মূল উদ্দেশ্য ও উৎস। রসুলগনের ভাষা ও তাদের দায়িত্ব। 
২: ৫-৮। মুসা ও তার কওমের ঘটনা। 
৩: ৯-১৭। পূর্ববর্তী জাতি ও তাদের রাসূলগনের সংবাদ। 
৪: ১৮। কাফিরদের কাজের দৃষ্টান্ত। 
৫: ১৯-২০। আল্লাহ বিশ্বজগতের স্রষ্টা। 
৬: ২১। জাহান্নামীদের কথোপকথন। 
৭: ২২: জাহান্নামে শয়তান তার অনুসারীদের থেকে দায়মুক্তি ঘোষণা করবে। 
৮: ২৩। মুমিনগনের জান্নাতলাভ। 
৯: ২৪-৩০। উত্তম কালিমা ও অনুত্তম কালিমার দৃষ্টান্ত। 
১০: ২৮-৩০। আল্লাহর নেয়ামতের অস্বীকারকারীর পরিণতি। 
১১: ৩১। মুমিনদের প্রতি দিকনির্দেশনা। 
১২: ৩-৩৪। আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ও নেয়ামতের প্রাচুর্য। 
১৩: ৩৫-৪১। রবের কাছে ইবরাহীমের মুনাজাত। 
১৪: ৪২-৫২। যালিমদেরকে কেয়ামত ও তার ভয়াবহতার মাধ্যমে হুমকিপ্রদান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন