রবিবার, ১২ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ৯ সূরা আত-তাওবা। মূল বক্তব্য: মুনাফিকদের অপদস্থ অবস্থা।




১: ১-৬। মুশরিকদের সাথে কৃত চুক্তি থেকে দায়মুক্তি। তাদের সাথে আচরণগত বিধিবিধান। 
২: ৭-১৫। মুশরিকদের বৈশিষ্ট্য। মুমিনগনের সাথে তদের আচরণ। 
৩: ১৬-১৯। জিহাদ ও মসজিদনির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ। 
৪: ২০-২২। মুজাহিদীনের প্রতিদান ও মর্যাদা। 
৫: ২৩-২৪। কুফফারের সাথে বন্ধুত্বের নিষেধাজ্ঞা। 
৬: ২৫-২৭। বিজয়দান করার মাধ্যমে মুমিনগনের প্রতি আল্লাহর অনুগ্রহ। 
৭: ২৮-৩৩। মুশরিকদের মসজিদে হারামে প্রবেশে নিষেধাজ্ঞ। তাদের সাথে কিতাল। 
৮: ৩৪-৩৫। ধর্মগুরু কর্তৃক জনগণের সম্পদ লুণ্ঠন ও তাদের শাস্তি। 
৯: ৩৬-৩৭। পবিত্র মাসসমূহ ও মুশরিকদের এগুলো নিয়ে হেলাফেলা। 
১০: ৩৮-৪১। জিহাদের আদেশ। আল্লাহর সাহায্যের কথা মনে করিয়ে দেয়া। 
১১: ৪২-৫৯। মুনাফিকদের অপদস্থ অবস্থা। 
১২: ৬০। যাকাতের আটটা খাত। 
১৩: ৬১-৭২। মুমিন ও মুনাফিকের বৈশিষ্ট্য ও প্রতিদান। 
১৪: ৭৩-১০২। জিহাদের আদেশ। মুনাফিক ও অজুহাত পেশকারীদের প্রকারভেদ। 
১৫: ১০৩-১১২। সাদাক, তাওবা ও লাভজনক ব্যবসার ফযীলত। 
১৬: ১১৩-১১৬। মুশরিকদের জন্যে ক্ষমাপ্রার্থনার নিষেধাজ্ঞা। 
১৭: ১১৭-১১৯। তাবুক যুদ্ধে অংশগ্রহণকারীদের তাওবা কবুল। আল্লাহর অনুগ্রহ। 
১৮: ১২০-১২৩। মদীনাবাসী ও ইলমের ফযীলত। 
১৯: ১২৪-১২৭। সূরা নাযিলের ক্ষেত্রে মুমিন ও মুনাফিকের অবস্থান। 
২০: ১২৮-১২৯। নবীজির কিছু বৈশিষ্ট্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন