বুধবার, ৮ জুন, ২০১৬

রমাদ্বানে যা করবেন


মুসলমান সারাদিন না খেয়ে থাকে রোজা কবুলের মাধ্যমে আল্লাহ পাক ও হযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি পাওয়ার জন্য।
কিন্তু কতজন রোজাদার আছেন যিনি রোজা কবুল হবার মত আমল করেন?
শুধু খালি পেটে থাকলেই রোজাদার বলা যায়না।

রমাদ্বানে যা করবেন -
১. ২০ রাকায়াত তারাবীহ নামাজ পড়বেন
২. নির্দিষ্ট সময়ে ইফতার ও সাহরী খাবেন
৩. ৫ ওয়াক্ত নামাজ পড়বেন 
৪. বেশি বেশি দরুদ পাঠ করবেন
৫. দান করবেন
৬. যাকাত ফিতরা সঠিকভাবে আদায় করবেন
৭. প্রতিবেশীর খোজ খবর নিবেন

রমাদ্বানে যা করবেননা-
১. মহিলা জামায়াত পালন করা 
২. রোজা থাকা অবস্থায় ইনহেলার, ইনজেকশন, স্যালাইন,ইনফিউশন নেওয়া 
৩. গান বাজনা শোনা
৪. খেলাধুলা করা কিংবা দেখা
৫. টিভি দেখা যাবেনা এমনকি যারা ইসলামের নাম দিয়ে অনুষ্ঠান করে তাদের ও দেখা।
৬. অশ্লীল-অশালীন-গালি গালাজ করা 
৭.ছবি -নাটক দেখা 
৮. বেপর্দা হওয়া 

অর্থাৎ রোজা রেখে নেক কাজ যত বেশি পারা যায় করতে হবে এবং সমস্থ হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।তাহলেই সত্যিকারের রোজাদার এর মর্যাদা লাভ করা সম্ভব।
আল্লাহ পাক আমাদের সেই তাওফিক দান করুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন