ইমামুল হারমাইন শরীফ এবং সৌদি আরব সুপ্রিম কোর্টের বিচারক শায়েখ ড. সালেহ বিন মুহাম্মাদ বিন ইব্রাহীম আল তালেব (হাফিযাহুল্লাহু তায়ালা) দারুল উলূম দেওবন্দ সম্পর্কে শায়েখের মূল্যবান অভিব্যক্তি..........
.
বিসমিল্লাহির রহমানির রহীম
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। দুরূদ ও শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর উপর। এবং তার পরিবারবর্গ ও সাথীদের উপর।
.
মহান রাব্বুল আলামীন আমাকে ইসলামিক ইউনিভার্সিটি দারুল উলূম দেওবন্দে আসার, অবাক করা সৌন্দর্য কারুকার্যময় মসজিদে রাশিদে নামাজ আদায় করার, অত্র জামিয়ার আলেম উলামা ও প্রিয় তালেব ইলমের সাথে সাক্ষাত এবং মাঝে কিছু সময় তাকরীর করার সুযোগ করে দিয়েছেন।
.
আমাদের ভাবনা, চিন্তা-চেতনা এ জামিয়ার প্রতি এবং জামিয়ার সকল শিক্ষকগণের প্রতি সত্যায়িত হয়। এখানে আসার পূর্বে আপনাদের প্রতি আমার ভালোবাসা, আস্থা ও মুহাব্বাত ছিল খুব এবং অন্তরের অন্তঃস্থল ছিলো আপনাদের ভালোবাসায় সিক্ত।
.
দারূল উলূম দেওবন্দের প্রসিদ্ধতা পুরো পৃথিবী জুড়ে।আর তার ফয়েজ ও বরকত সমগ্র পৃথিবীর আনাচে-কানাচে এখনো চলমান। অত্র জামিয়ার ফুজালা এবং কিতাবসমূহ আজও বিশ্বময় বিরাজমান।
.
দারুল উলূম দেওবন্দ কোন স্থান ও কালের সাথে বিশেষিত নয়।বরং তার রোশনি ও প্রসিদ্ধতা সর্বাস্থানে স্বমহিয়ান। কিতাবুল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত এবং তার জ্ঞান ও প্রজ্ঞার প্রতি জামিয়ার পরিপূর্ণ বিচক্ষণতাই প্রকৃত পক্ষে সফলতার মূল তন্ত্র।
.
মহান প্রভুর ভীতি প্রদর্শন ও আদেশ-নিষেধের পর এ মানহাজ এ পথকে সফলতা, হেদায়াত ও কামিয়াবির আসবাবকে (চাবি-কাঠিকে) খুব দৃঢ়তার সাথে আঁকড়ে ধরার হুকুম করছি।আর তা হলো, কুরআন ও সুন্নাহ।
.
আমি এর উপর ভিত্তি করে এ চিন্তা চেতনা এখানে তুলে ধরলাম। যা আমার প্রিয় ভাই ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ হতে অর্জিত হয়েছে।আল্লাহ স্বীয় রহমত তাদের উপর সর্বদা কায়েম রাখুন। রাখুন তাদেরকে সর্বদা হেদায়াতের উপর।
.
সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, শুরু এবং শেষ সর্বাস্থায়।দুরূদ ও শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। এবং তার পরিবারবর্গ ও সাথীদের উপর।
.
লেখক : সালেহ বিন মুহাম্মাদ বিন ইব্রাহীম আল- তালিব।
ইমাম ও খতিব মসজিদুল হারাম।
২৬/৬/১৪৩৭ হিঃ
দেওবন্দ, ইন্ডিয়া।
.
অনুবাদ : আহমাদ আব্দুল্লাহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন