যারা ফিলাস্তীন বিক্রি করেছে, বাগদাদ বিক্রি করেছে, তারা কিভাবে দিমাশক-হালাব ক্রয় করে? এগুলোও তারা বিক্রি করে দিয়েছে।
-
নিচের ছবিতে লেখা আছে:
আমি সুলতান আবদুল আযীয বিন আবদুর রহমান আলে ফয়সাল আলে সউদ! আমি হাজারবার স্বীকার করেছি স্যার ব্রেসি ককসের কাছে (গ্রেট ব্রিটেনের প্রতিনিধি)! অসহায় ইহুদিদের হাতে, ফিলাস্তীনকে হস্তান্তর করার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনও বাধা নেই।
-
একটা কথা মাথায় রাখতে হবে, সৌদ পরিবার মধ্যপ্রাচ্যে একশ ভাগ ব্রিটিশদের সহযোগী ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে? সৌদ পরিবার যে উসমানি খিলাফাহ ভাঙার প্রধান সহযোাগী এটা কেউ অস্বীকার করতে পারবে? সৌদ পরিবার যে বাগদাদ ধ্বংসে মার্কিনিদের প্রধান সহযোগী এটা কেউ অস্বীকার করতে পারবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন