নকশায় আঁকা কুরআন: ২১
সূরাতুল আম্বিয়া।
মূলবক্তব্য: নবীগনের ভূমিকা: সুসংবাদ ও মানবজাতিকে সতর্কীকরণ।
-
প্রথম ভাগ: ১-৩৩। কিয়ামত দিবস ও সৃষ্টিরহস্য।
১: ১-১০। হিসাব দিবস ও মুশরিকদের অবিশ্বাসের শাস্তি।
২: ১১-১৫। পূর্ববর্তীদের ধ্বংসাবলী।
৩: ১৬-২০। আসমান ও যমীন সৃষ্টিতে আল্লাহর কুদরত ও হেকমত।
৪: ২১-৩৩। আল্লাহর একত্বের দলীল। আসমান ও যমীন সৃষ্টিতে আল্লাহর কুদরত।
-
দ্বিতীয় ভাগ: ৩৪-৯৫। নবীগনের ভূমিকা।
১: ৩৪-৪৭। রাসূলের সাথে মুশরিকদের কিছু অবস্থান ও তাদের প্রতি হুমকি।
২: ৪৮-৫০। মুসা ও হারূন।
৩: ৫১-৭৩। নিজ জাতির সাথে ইবরাহীম ও তাকে আল্লাহর দান।
৪: ৭৪-৭৫। নিজ কওমের সাথে লূত।
৫: ৭৬-৭৭। নিজ কওমের সাথে নূহ।
৬: ৭৮-৮২। দাউদ ও সুলাইমান।
৭: ৮৩-৮৪। আইয়ুব আ.।
৮: ৮৫-৮৬। ইসমাঈল ও ইদরীস ও যুলকিফল।
৯: ৮৭-৮৮। ইউনুস আ.।
১০: ৮৯-৯০। যাকারিয়্যা আ.।
১১: ৯১। মারয়াম।
১২: ৯২-৯৫। নবীগনের দাওয়াতের একতা, নবীগনের প্রতি মানুষের অবস্থান।
-
তৃতীয় ভাগ: ৯৬-১০৬। কেয়ামতের আলামত।
১: ৯৬-১০০। ইয়াজুজ মাজুজ ও মুশরিকদের প্রতিদান।
২: ১০১-১০৩। কেয়ামত দিবসের ভয় থেকে মুমিনগনের নাজাত।
৩: ১০৪-১০৬। আল্লাহর কুদরতের প্রকাশ ও বান্দাদের প্রতি আল্লাহর নেয়ামত।
-
তৃতীয় ভাগ: ১০৭-১১২। রাসূলের বৈশিষ্ট্য ও দায়িত্ব। রাসূলকে উপেক্ষাকারীদের প্রতি হুমকিপ্রদান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন