* আটার হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ১ কেজি ৬৩৬ গ্রাম। প্রতি কেজি আটার বাজার দর ৩৩ টাকা হারে টাকার অংকে ফিতরা’র পরিমাণ হয় ৫৩.৯৮৮ টাকা। তবে বিতরণের সুবিধার্থে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
* খেজুরের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজি ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যম মান খেজুরের বাজার দর ১৬০/= টাকা হারে মোট ৫২৩.৫২ টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।
* কিসমিসের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজী ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যমানের কিসমিসের বাজার দর ৩০০/= টাকা হারে মোট ৯৮১.০৬ টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।
উল্লেখ্য, উপরোক্ত বাজার দর চট্টগ্রাম শহরের বাজার দর যাচাই ও পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে। কোন এলাকায় উল্লিখিত বাজার দরে তারতম্য দেখা দিলে উপরের পরিমাণ অনুযায়ী বাজার দর সমন্বয় করে টাকা নির্ধারণ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন