Atik Ullah Atik
সূরা বনী ইসরাঈল!
মূলবক্তব্য: কুরআনের মূল্য।
-
১: ১। ইসরা বা মে‘রাজের মু‘জিযা।
২: ২-৮। বনী ইসরাইল সম্পর্কে আলোচনা।
৩: ৯-১০। কুরআনের গুরুত্ব।
৪: ১১-২২। বিশ্বজগতে আল্লাহর নিদর্শনাবলী। বান্দাদের ক্ষেত্রে আল্লাহর সুন্নাত বা রীতি।
৫: ২৩-৪১। পরিবারিক ও সামাজিক আদব আখলাক।
৬: ৪২-৬০। মুশরিকদের বক্তব্য প্রত্যাখ্যান। আল্লাহর একত্বে দলীল।
৭: ৬১-৬৫। আদমকে সিজদা করার আদেশ, ইবলীসের অস্বীকার।
৮: ৬৬-৬৯। বান্দাদের প্রতি আল্লাহর নেয়ামত।
৯: ৭০-৭২। শ্রেষ্ঠত্বের ক্ষেত্রসমূহ।
১০: ৭৩-৮৫। রাসূলকে ফিতনায় ফেলার প্রয়াস। আল্লাহর দিক-নির্দেশনা।
১১: ৮৬-১০০। মুশরিকদের প্রতি আল্লাহর চ্যালেজ্ঞ। তাদের বিভিন্ন সন্দেহের অপনোদন।
১২: ১০১-১০৪। মুসা ও ফিরআওনের কথোপকথন।
১৩: ১০৫-১০৯। কুরআনের ধীরে ধীরে পৃথক পৃথকভাবে নাযিল।
১৪: ১১০-১১১। আল্লাহকে তার নাম ধরে ডাকা। আল্লাহর একত্বের ওপর প্রশংসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন