বুধবার, ১৫ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ১২ সূরা ইউসুফ।


মূল বক্তব্য: আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা। 
১: ১-৩। কুরআনের বৈশিষ্ট্য। 
২: ৪-৬। ইউসুফের স্বপ্ন ও ইয়াকুবের মতামত। 
৩: ৭-২০। ইউসুফকে কূপে ফেলার ঘটনা। 
৪: ২১-৩৫। আযীযের স্ত্রীর ফিতনা। 
৫: ৩৬-৫৩। ইউসুফের কারাবাস ও রাজার স্বপ্ন। 
৬: ৫৪-৮২। রাজার পুরষ্কার। ভাইদের উপস্থিতি। ছোটভাইকে নিজের কাছে রাখার জন্যে কৌশল অবলম্বন। 
৭: ৮৩-১০১। পিতার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। পরিবারের সাথে ইউসুফের মিলন। 
৮: ১০২-১০৪। ইউসুফের ঘটনা মুহাম্মাদ সা.-এর নবুওয়াতের দলীল। 
৯: ১০৫-১১০। মুশরিকদের উপেক্ষা ও তাদের যুক্তিখন্ডন। 
১০: ১১১। কুরআনী ঘটনাবলীর হেকমত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন