রবিবার, ১৯ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ১৯ সূরা মারয়াম!


নকশায় আঁকা কুরআন: ১৯
সূরা মারয়াম!
মূলবক্তব্য: পিতা ও পুত্রের সম্পর্ক। 
-
প্রথম ভাগ: ১-৬৫। নবীগনের ঘটনা। 
১: ১-৫। যাকারিয়ার ঘটনা ও ইয়াহইয়ার আগমনী সুসংবাদ। 
২: ১৬-৪০। মারয়ামের ঘটনা ঈসাকে গর্ভধারণ। 
৩: ৪১-৫০। ইবরাহীমের ঘটনা। 
৪: ৫১-৫৩। মুসা ও হারুনের ঘটনা। 
৫: ৫৪-৫৫। ইসমাঈলের ঘটনা। 
৬: ৫৬-৫৭। ইদরীসের ঘটনা। 
৭: ৫৮-৬৫। নবীগন ও তাদের পরের উম্মতগনের অবস্থা। 
-
দ্বিতীয় ভাগ: 
১: ৬৬-৭৫। পুনরুজ্জীবনের অস্বীকারকারীরা ও তাদের প্রতিদান ও তাদের বৈশিষ্ট্য। 
২: ৭৬-৯৮। হিদায়াতপ্রাপ্তগনের প্রতিদান। মুশরিকদের বিভিন্ন অপবাদের খন্ডন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন