মাইকেল আইয়ুব। লম্বা-চওয়া এক তাগড়া জওয়ান। একজন খ্রিস্টান। অধিকৃত ফিলাস্তীনের আক্রা (আক্কা)-এর অধিবাসী। গত তিন বছর যাবত স্বেচ্ছাসেবী হিশেবে, প্রতি রমাদানের শেষরাতে, সাহরী খাওয়ার জন্যে মুসলমানদেকে ঘুম থেকে উঠিয়ে দেয়ার দায়িত্ব পালন করে আসছে! রাব্বে কারীম তাকে ঈমান নসীব ফরমান। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন