এক ফিলাস্তীনি যুবক। আশার লা-যার নামী এক ইহুদি সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তার ওপর, উপুর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করছে। ইহুদি সাংবাদিকটা নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানে গোস্তাখী করেছিল। এটা একজন মুসলমান হিশেবে মেনে নিতে পারেনি সেই ‘অমিতচেতা’ যুবক! ঘটনা ১৯৪৭ সালের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন