মূল বক্তব্য: হকের শক্তি ও বাতিলের দুর্বলতা।
-
১: ১-৪। কুরআনের হাকীকত ও আল্লাহর কুদরতের দলীল।
২: ৫-৭। মুশরিকদের পুনরুত্থান অস্বীকার।
৩: ৮-১৬। আল্লাহর কুদরত ও ইলমের সীমা।
৪: ১৭। হক ও বাতিলের দৃষ্টান্ত ও হকপন্থী ও বাতিলপন্থীদের আলোচনা।
৫: ১৮-২৫। মুমিন ও কাফিরদের পরিণতি ও বৈশিষ্ট্য ও তাদের শেষফল।
৬: ২৬-২৮। রিযিক ও হেদায়াত আল্লাহর পক্ষ থেকে।
৭: ২৯-৩০। মুমিনগনের শেষফল। রাসুল ও কুরআনের কথা।
৮: ৩১-৩৪। কাফিরদের যুক্তি খন্ডন ও তাদের পরিণতি।
৯: ৩৫-৩৭। জান্নাতের বর্ণনা। মুত্তাকী ও কাফিরদের প্রতিফল। রাসূলকে সতর্কীকরণ।
১০: ৩৮-৩৯। রাসুল সম্পর্কে কিছু হাকীকত। কিছু আয়াত ‘নসখ’ বা রহিত হওয়ার প্রমাণ।
১১: ৪০-৪৩। রাসুলের অন্তরকে সুদৃঢ়করণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন