প্রায় জুমায় দেখি ছোট বাচ্চারা হ্যান্ডবিল বিলি করে বা দেয়াল গুলোতে পোস্টারে এবং ভিজিটিং কার্ডে বা রমজানের ইফতার বা সাহরীর সূচিগুলোতে বিসমিল্লাহ্ লেখা থাকে।কিন্তু কিছুদিন পরে সেগুলো পরিতেক্ত হয়ে রাস্তায় পদদলিত হয়।মানুষের পায়ের জুতার কাদা মিশ্রিত হয়ে কর্দমাক্ত হয়ে রাস্তায় পরে থাকে।আমরা একটু বরকত হাসিল করতে গিয়ে কত বড় জঘন্য কাজ করছি সেই দিকে যেন আমাদের কোন ভ্রুক্ষেপ নেই।তাই আজ এই বিষয়টি তারাবী পড়িয়ে বাসায় আসার পথে চোখে পড়লো,তাই লিখলাম।আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক,আমিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন