রবিবার, ১২ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ৭ সূরা আল-আ‘রাফ মূল বক্তব্য: দ্বন্দ্ব-সংঘাতের কঠিন অবস্থান



প্রথম ভাগ: ১-৯। নবীজিকে সম্বোধন। উম্মতের জন্যে সতর্কীকরণ। 
-
দ্বিতীয় ভাগ: ১০-৫৮। আদম আ.-এর ঘটনা এবং তার আনুষঙ্গিক কিছু বিষয়। 
১: ১০-২৫। আদম ও ইবলীসের ঘটনা। 
২: ২৬-২৭। বনী আদমকে ইবলীস থেকে সতর্কীকরণ। 
৩: ২৮-৩৩। আকীদার ক্ষেত্রে কাফিরদের ভ্রান্ত কর্ম ও চিন্তার অপনোদন। 
৪: ৩৪-৩৯। রাসূলগনের প্রতি ঈমান। রাসূলগনের সাথে কাফিরদের আচরণ। 
৫: ৪০-৪৩। কিয়ামতের দিন কাফিরদের প্রতিদান ও মুমিনগনের সওয়াব। 
৬: ৪৪-৫১। জান্নাতবাসী ও জাহান্নামবাসী ও আ‘রাফবাসীদের কথোপকথন। 
৭: ৫২-৫৬। কাফিরদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠা ও আল্লাহর কুদরতের বিভিন্ন দলীল। 
৮: ৫৭-৫৮। মৃতদেরকে জীবিত করার প্রমাণস্বরূপ কিছু দৃষ্টান্ত। 
-
দ্বিতীয় ভাগ: ৫৯-১৩৬। নবীগনের ঘটনা। 
১: ৫৯-৬৪। নূহ আ.-এর ঘটনা। 
২: ৬৫-৭২। হুদ আ.-এর ঘটনা। 
৩: ৭৩-৭৯। সালিহ আ.-এর ঘটনা। 
৪: ৮০-৮৪। লুত আ.-এর ঘটনা। 
৫: ৮৫-১০২। শুয়াইব আ.-এর ঘটনা। 
৬: ১০৩-১৩৬। মুসা আ.-এর ঘটনা। 
-
তৃতীয় ভাগ: ১৩৭-১৭১। বনী ইসরাঈল ও তাদের বিচ্যুতি-বিকৃতি। 
১: ১৩৭-১৪১। বনী ইসরাঈলকে বিভিন্ন নেয়ামত স্মরণ করিয়ে দেয়া হয়েছে। 
২: ১৪২-১৪৫। মুসা আ.-এর মুনাজাত। তাওরাত নাযিল। 
৩: ১৪৬-১৪৭। অহংকারী ও মিথ্যাবাদীদের শাস্তি। 
৪: ১৪৮-১৫৪। সামেরীর ঘটনা। 
৫: ১৫৫-১৫৬। নিজের কওমের গোমরাহীর কারণে রবের কাছে মুসার ওযর পেশ। 
৬: ১৫৭-১৬২। বনী ইসরাইলের প্রতি আল্লাহর আদেশসমূহ। 
৭: ১৬৩-১৭১। শনিবারে মাছ শিকারের ক্ষেত্রে বনী ইসরাঈলের কৌশল অবলম্বন ও তাদের শাস্তি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন