বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ২৯ সূরাতুর-রূম।


নকশায় আঁকা কুরআন: ২৯
সূরাতুর-রূম। 

মূলবক্তব্য: আল্লাহর নিদর্শনাবলীর মর্যাদা।
-
১: ১-৭। মুমিনগনকে বিজয়ের প্রতিশ্রুতি। 
-
দ্বিতীয় ভাগ: ৮-৩২। বিশ্বজগত সম্পর্কিত আয়াত।
১: ৮-১০। চিন্তার দাওয়াত।
২: ১১-১৬। পুনরুজ্জীবনের প্রমাণ ও মানুষের অবস্থা।
৩: ১৭-২৯। আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা।
৪: ৩০-৩২। ইসলাম ফিতরত ও একত্ববাদের ধর্ম।
-
দ্বিতীয় ভাগ: ৩৩-৪২। অর্থনীতি বিষয়ক আয়াত।
১: ৩৩-৩৭। প্রাচুর্য ও আর্থিক অনটনের সময় মানুষের স্বভাব।
২: ৩৮-৩৯। হক আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ। রিবা সম্পর্কে নিষেধাজ্ঞা।
৩: ৪০-৪২। তাওহীদের দলীলসমূহ। মানুষের কর্মের নতীজা।
-
৪: ৪৩-৫১। দ্বীন ও তাওহীদের অনুসরনের আদেশ। অপরাধীদের পরিণতি।
৫: ৫২-৫৪। মানুষের ওপর নবীজির প্রভাবের সীমা ও সৃষ্টির ওপর আল্লাহর কুদরত।
৬: ৫৫-৫৭। কেয়ামতের দিন মানুষের অবস্থা।
৭: ৫৮-৬০। নিদর্শনাবলীর ক্ষেত্রে কাফিরদের অবস্থান। নবীকে সবরের প্রতি উদ্বুদ্ধকরণ।

-
একক্লিকে:
#নকশায়আঁকাকুরআনAtikUllah

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন