উসমানি সালতানাতের সর্বশেষ শায়খুল ইসলাম মুস্তাফা সাবরী রহ.। তাকে ইহুদি কামাল নির্বাসিত করেছিল গ্রীসে। তিনি শেষ জীবনটা সেখনেই কাটিয়ে দেন। তিনি একদিন রাস্তায় বের হয়েছিলেন। হাঁটতে। মাথায় ছিল ঐতিহ্যবাহী তুর্কি পাগড়ী। গ্রীস তখন স্বাধীনতা লাভ করলেও, পুরো দেশজুড়ে চলছিল নৈরাজ্য আর সুদ-ঘুষের রমরমা বাজার। শায়খকে এক গ্রীক খিস্টান মহিলা দেখে আক্ষেপ করে বললো: এই পাগড়ীর শাসনামলকে আল্লাহ রহম করুন। কতোই না সুখে ছিলাম আমরা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন