বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

জীবনের সফলতা কি ?


জীবনের সফলতার অর্থ যদি টাকা-পয়সা উপার্জন করা হয় তাহলে শহীদকে যে ধন-সম্পদ দেয়া হবে তার তুলনায় দুনিয়ার সমস্ত সম্পদ মাছির পাখার সমানও নয়।।
.
যদি সফলতা উন্নতমানের খাবার-দাবারের নাম হয়ে থাকে তবে শহীদদের মেহমানদারী মাছ দিয়ে করা হবে।।
.
যদি সফলতা সুন্দর সুন্দর ঘর-বাড়ি বানানো হয়ে থাকে,তবে শহীদকে এমন ঘর দেওয়া হবে যেটার ব্যাপারে রাসূল [সাঃ] বলেছেন;
"শহীদদের জন্য এমন ঘর রয়েছে যার প্রশস্ততা ইয়ামানের শহর সানা থেকে শামের সহর জাবিইয়াহ পর্যন্ত।।যেটা বানানো হয়েছে বাহিরে হীরা ও ইয়াকুত দিয়ে এবং ভিতরে মিসক ও কাফুর দিয়ে।।"
.
যদি সফলতা সুন্দরী রমণীকে বিয়ে করা হয়ে থাকে,তবে এক্ষেত্রেও শহীদের মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে ?
যে কেউ শহীদ হওয়ার সাথে সাথেই জান্নাতের দুই হুর জান্নাত থেকে একশ জোড়া পোশাক নিয়ে শহীদের কাছে পৌঁছে যায় এবং তার চেহারায় হাত বুলিয়ে তাঁর আগমনের সুসংবাদ শোনায়।।
.
এমন হুর যাদের সৌন্দর্যের সামনে দুনিয়ার সব সৌন্দর্য ম্লান হয়ে যাবে,যাকে দেখে পূর্নিমার চাঁদও শরম পাবে।।
.
যদি সফলতা এটাকে বলা হয় যে, সন্তান পিতা-মাতা নিজ পরিবার ও আত্মীয়স্বজনের উপকারে আসবে,তবে শহীদ কিয়ামতের দিন নিজের পিতা-মাতা এবং আত্মীয়স্বজনের উপকারে আসবে যেদিন কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করবে না ।।
মানুষ নিজের ঘামে ডুবে এক এক নেকীর সন্ধানে নিজের আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের কাছে ধরনা দিতে থাকবে।।
ঐদিন শহীদ সেসব আত্মীয়স্বজনের উপকারে আসবে যাদের ব্যাপারে জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে;
মদিনার সর্দার নবী [সাঃ] ইরশাদ করেন; "শহীদ নিজের আত্মীস্বজনদের থেকে সত্তর জনের ব্যাপারে সুপারিশ করবে"
.
জীবনের সফলতা আসলে কি ??
.
এটাই সবচেয়ে সফল জীবন যে, এই দৃঢ় প্রতিজ্ঞ তরুণদের অন্তর ছোট ছোট জিনিসের মধ্যে আটকে থাকে না,তাঁরা সবকিছুকে পিছনে রেখে সবচেয়ে উচু জিনিসকে নির্বাচন করে।।
.
না দুনিয়ার ধন-সম্পদ এদের দৃষ্টি কাড়ে, না দুনিয়ার যশ-খ্যাতি তাদের প্রভাবিত করে,না এসব যুবকদের মনে বেপরোয়া আকর্ষণ প্রভাব বিস্তার করে, না দুনিয়ার মোহ এদের প্রলুদ্ধ করতে পারে।।
.
বরঞ্চ তাদের অন্তর চিরস্থায়ী জান্নাতের নেয়ামত সমূহের প্রতি লেগে থাকে,যেখানকার সম্মানের কোনো তুলনা নেই,
যেখানকার সৌন্দর্য কখন মলিন হবেনা,যেখানে জীবনের স্থায়িত্ব সর্বদা যৌবনের শীর্ষে থাকবে,না কোনো দুঃখ-দুর্দশা তাঁদের স্পর্শ করবে,যেখানে সব কিছু থাকবে যা কোনো অন্তর তামান্না করতে পারে,
যেখানে সব মনোবাসনা পূর্ণ করা হবে যা কোনো অন্তর চাইতে পারে,যেগুলো বাস্তবতার রূপ ধারণ করবে ।।
.
জগতের প্রতিপালক ইরশাদ করেনঃ
"সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবী কর"
.
তাহলে আপনিই চিন্তা করুন যাদের কাছে সাফল্যের মাপকাঠি এতটা উঁচু তাঁদের কাছে দুনিয়ার জীবনের স্থান কোথায় যা কিনা মাছির ডানার পরিমাণও নয়!!
.
যুবক ভাইয়েরা, নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করুণ,কারা জীবনের ব্যাপারে উত্তম পরিকল্পনা করেছেন,
কারা নিজেদের বোধশক্তি খাটিয়েছেন,
কাদের সংকল্প ও অভিপ্রায় দৃঢ়দৃষ্টি সম্পন্ন,
কারা জীবনের বহু দূর পর্যন্ত গভীরভাবে চিন্তাভাবনা করেছেন ?
কারা জীবনের সফলতায় পৌঁছাতে পেরেছেন ?...
.
'আর এটাই মহা সাফল্য'
.
.
______________মাওলানা আসিম ওমর [হাফিঃ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন