বুধবার, ১৫ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ১০ সূরা ইউনুস।



মূল বক্তব্য: কাযা ও কদর-এর প্রতি ঈমান। 
১: ১-২। কুরআন ও এর ব্যাপারে মুশরিকদের অবস্থান। 
২: ৩-৬। আল্লাহর বড়ত্ব ও কুদরতের দলীলসমূহ। 
৩: ৭-১০। কিয়ামতের অস্বীকারকারী ও মুমিনগন ও তাদের প্রতিদান। 
৪: ১১-১৪। মানুষের স্বভাবপ্রকৃতি ও আল্লাহর সুন্নাত (কর্মপদ্ধতি)। 
৫: ১৫-২০। কুরআনের ব্যাপারে মুশরিকদের অবস্থান ও তাদের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অবস্থান। 
৬: ২১-২৪। সুখে ও দুঃখে মানুষের স্বভাব। 
৭: ২৫-৩০। হেদায়াত ও কেয়ামতের দিন প্রতিদান। 
৮: ৩১-৪৪। মুশরিকদের প্রতি কুরআনের চ্যালেঞ্জ। 
৯: ৪৫-৬০। মুশরিকদের প্রতি হুমকি ও কুরআনের বিরুদ্ধে তাদের মিথ্যারটনা। 
১০: ৬১-৬৪। আল্লাহর ইলমের বেষ্টনী বা সীমা। আল্লাহর বন্ধুদের প্রতিদান। 
১১: ৬৫-৭০। মুশরিকদেরকে হুমদিপ্রদান ও তাদের ভ্রান্ত ধারনার অপনোদন। 
১২: ৭১-৭৪। নুহের ঘটনা। 
১৩: ৭৫-৯৩। ফিরআওনের সাথে মুসার ঘটনা। 
১৪: ৯৪-৯৭। কুরআন ও এর বিরোধিতাকারীদের প্রতি হুমকিপ্রদান। 
১৫: ৯৮। ইউনুসের ঘটনা। 
১৬: ৯৯-১০৩। বিশ্বজগতে আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন। 
১৭: ১০৪-১০৯। আল্লাহর একত্ব। মানুষ ও নবীর প্রতি আল্লাহর দিকনির্দেশনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন