ইসলাম ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় সোয়া লাখ সাহাবিকে সঙ্গে নিয়ে বিদায় হজে হজব্রত পালন করেছিলেন। বিদায় হজের বাণী মোতাবেক সাহাবিরা পৃথিবীর নানাপ্রান্তে ছড়িয়ে পড়েন ইসলামের দাওয়াত নিয়ে। ফলে মক্কা-মদিনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অল্প সংখ্যক সাহাবিরই কবর খুঁজে পাওয়া যায়। আর এ কারণেই বহু সাহাবির কবর ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যেমন— হজরত উকবা ইবনে নাফে (রা.) -এর কবর আলজেরিয়ায়। হজরত আবুল বাকা আনসারী (রা.)-এর কবর তিউনিসে। হজরত রুয়াইফা আনসারী (রা.)-এর কবর লিবিয়ায়। হজরত আবদুর রহমান (রা.)-এর কবর উত্তর আফ্রিকায় হজরত মাবাদ ইবনে আব্বাস (রা.)-এর কবর উত্তর আফ্রিকায়। হজরত আবু রাফে (রা.)-এর কবর খোরাসানে। হজরত আবদুর রহমান ইবনে সামুরা রাহ.-এর কবর খোরাসানে। হজরত আবু আইউব আনসারী (রা.)-এর কবর ইস্তাম্বুলে। হজরত আবু তালহা আনসারী (রা.)-এর কবর বোহায়রা রোমে। হজরত ফযল ইবনে আব্বাস (রা.)-এর কবর সিরিয়ায় হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর কবর হিমসে। হজরত বিলাল হাবশী (রা.)-এর কবর দামেশকে। হজরত আবুদ্দারদা (রা.)-এর কবর জর্ডানে। হজরত জাফর ইবনে আবী তালিব (রা.)-এর কবর মোতায়। হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা (রা.)-এর কবর জর্ডান নদীর পাশে। হজরত মুআয ইবনে জাবাল (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে। হজরত যিরার ইবনুল আযওয়ার (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে। হজরত উবাদা ইবনুছ ছামেত (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে। হজরত আবু যামআহ (রা.)-এর কবর তিউনিসে। হজরত কুছাম ইবনে আব্বাস (রা.)-এর কবর সমরকন্দে। হজরত আমর ইবনে মাদিকরিব (রা.)-এর কবর নেহাওয়ান্দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন