রবিবার, ১৯ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ২২ সূরাতুল হাজ্জ।


নকশায় আঁকা কুরআন: ২২
সূরাতুল হাজ্জ। 
মূলবক্তব্য: জাতিগঠনে হজের ভূমিকা। 
-
প্রথম ভাগ: ১-৩৭। কেয়ামত দিবস ও পুনরুজ্জীবনকে স্মরণ করিয়ে দেয়া। 
১: ১-৭। কিয়ামত দিবস ও পুনরুত্থানের ভয়াবহতা। 
২: ৮-১৬। মুশরিকদের বিতর্ক ও মুনাফিকদের ইবাদত। 
৩: ১৭-১৮। বান্দাদের মাঝে আল্লাহর হুকুম। সমস্ত মাখলূকের আল্লাহকে সিজদা। 
৪: ১৯-২৪। কাফের ও মুমিনগনের জাযা। 
৫: ২৫-২৯। মসজিদে হারাম থেকে মুশরিকদেরকে বাধাপ্রদান। হজ আদায়ের আদেশ। 
৬: ৩০-৩৭। আল্লাহর পবিত্র বস্তুসমূহ ও আল্লাহর নিদর্শনাবলীর বড়ত্ব। শিরকের গুরুতরতা। যবেহের সময় বিসমিল্লাহ পাঠ। 
-
দ্বিতীয় ভাগ: ৩৮-৬০। জিহাদ। 
১: ৩৮-৪১। মুমিনগনকে আল্লাহর সুরক্ষা ও তাদেরকে সাহায্য। মুমিনগনের বৈশিষ্ট্য। কিতালের বিধান প্রদান। 
২: ৪২-৪৮। নবীগনকে অস্বীকারের কারণে বিগত জাতিসমূহের ধ্বংস। 
৩: ৪৯-৫১। রাসূলের দায়িত্ব ও মুমিন ও কাফিরের পরিণতি। 
৪: ৫২-৫৭। নবীগনের ব্যাপারে শয়তনের অবস্থান ও সে কারণে মানুষের মাঝে বিভক্তি। 
৫: ৫৮-৬০। আল্লাহর রাস্তায় হিজরতকারীদের প্রতিদান। 
-
তৃতীয় ভাগ: ৬১-৭৮। খালেস দাসত্ব আল্লাহর জন্যে। 
১: ৬১-৬৬। আল্লাহর কুদরতের প্রকাশ ও বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহ। 
২: ৬৭-৭২। মুশরিকদের সাথে বিতর্কে আল্লাহর দিকনির্দেশনা। 
৩: ৭৩-৭৬। মুশরিকরা আল্লাহ ছাড়া যেসব মূর্তির পূজা করে, সেগুলো দিয়ে দৃষ্টান্ত প্রদান।
৪: ৭৭-৭৮। মুমিনগনের প্রতি আল্লাহর দিক-নির্দেশনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন