মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

মহান মুজহিদ উমার মুখতার রহ.-


তিনি ছিলেন নিরীহ একজন কুরআনের শিক্ষক। মক্তবে পড়াতেন। লিবিয়াতে ইতালীয়দের আগ্রাসন শুরু হলে, এই বৃদ্ধ মানুষটা গর্জে ওঠেন। শেষ জীবনটা কাটিয়ে দেন জিহাদের ময়দানে। ময়দানের শত ব্যস্ততাতেও তিনি শিশু-কিশোরদের কুরআন শিক্ষাদানের দায়িত্ব ভুলে যাননি! জিহাদের ফাঁকে ফাঁকে ঠিকই শিক্ষকতা চালিয়ে গিয়েছিলেন। আর হাঁ, তার যুগেও কিছু আলিম ছিল, ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি যখন লিবিয়া সফরে গিয়েছিল, তখন ওই অালিমরা খ্রিস্টান শাসককে সাদরে বরণ করে নিয়েছিল। এবং মহান মুজহিদ উমার মুখতার রহ.-এর বিরুদ্ধে সন্ত্রাসী ও খারেজী হওয়ার ফতোয়া জারী করেছিল। ইতিহাস স্বাক্ষী। কী নির্মম পরিহাস


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন