১, হযরত সাহল ইবনে সা'দ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, লোকেরা কল্যাণের উপর থাকবে, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে,,,( বোখারী, মুসলিম ও তিরমিজী )।
২, হযরত ইয়ালা ইবনে মুররা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তিনটি বিষয় আল্লাহ তা'আলা ভালবাসেন :১, ইফতারে তাড়াতাড়ি করা। ২, সাহরী বিলম্বে খাওয়া। ৩, সালাত আদায়কালে এক হাত অপর হাতের উপর বেঁধে রাখা,,, ( তাবারানী ) ।
৩, হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.) ইফতার না করে মাগরিবের সালাত আদায় করতে দেখিনি। সামান্য পানি দিয়ে হলেও তিনি আগে ইফতার করে নিতেন,,,, ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন