মূল বক্তব্য: বিজয় ও সাহায্যপ্রাপ্তির ‘কানুন’।
-
প্রথম ভাগ: ১-৪০। আল্লাহর বিধানাবলী।
১: ১-৪। গনীমতের বিধান ও মুমিনগনের বৈশিষ্ট্য।
২: ৫-১৯। বদর যুদ্ধের ঘটনা।
৩: ২০-২৯। রাসূলের অনুগত্যের নির্দেশ। রাসুলের বিরোধিতার ব্যাপারে সতর্কীকরণ। তাকওয়ার ফল।
৪: ৩০-৪০। নবীজির বিরুদ্ধে মুশরিকদের চক্রান্ত ও তাদের শাস্তি।
-
দ্বিতীয় ভাগ: ৪১-৭৫। মাদ্দী (বস্তুগত) বিধান।
১: ৪১। গনীমত বন্টন।
২: ৪২-৪৭। সাহায্যের নেয়ামত। কিতালের ময়দানে অবিচল থাকার আদেশ। বিভেদ সৃষ্টি না করার নির্দেশ।
৩: ৪৮-৪৯। শয়তান ও তার অনুসারীদের ধোঁকা ও প্রবঞ্চনা।
৪: ৫০-৫৯। কাফিরদের বিশ্বাসঘাতকতা ও তাদের পূর্বের লোকদের দিয়ে দৃষ্টান্ত পেশ। তাদের বৈশিষ্ট্য ও তাদের আচরণগত অবস্থা।
৫: ৬০-৬৪। শক্তি প্রস্তুত করার নির্দেশ। নবী ও মুমিনগনের প্রতি আল্লাহর নেয়ামতসমূহ।
৬: ৬৫-৭১। কিতালের প্রতি উদ্বুদ্ধকরণ, যুদ্ধবন্দী গনীমত।
৭: ৭২-৭৫। ইসলামী বন্ধনের শক্তি ও কাফিরদের সাথে বন্ধুত্বের ব্যাপারে সতর্কীকরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন