নকশায় আঁকা কুরআন: ২০
সূরা ত্বহা।
মূলবক্তব্য: ইসলামই সুখ, দুর্ভাগ্য নয়।
-
প্রথম ভাগ: ১-৮। কুরআনের গুরুত্ব ও নাযিলকারীর বৈশিষ্ট্য।
দ্বিতীয় ভাগ: ৯-৯৯।
১: ৯-১৬। পবিত্র উপত্যকায় রবের কাছে মুসার মুনাজাত।
২: ১৭-৩৬। মুসার মু‘জিযা।
৩: ৪১-৩৭। নবুওয়াতের পূর্বে আল্লাহর দেয়া নেয়ামতরাজির কথা মুসাকে মনে করিয়ে দেয়া প্রসঙ্গ।
৪: ৪২-৪৮। ভাই হারুন ও মুসাকে ফেরআওনকে দাওয়াত দেয়ার দায়িত্বপ্রদান।
৫: ৪৯-৫৫। মুসা ও ফেরআনের কথোপকথন।
৬: ৫৬-৭৬। মুসা ও ফেরআওনের আনীত জাদুকরদের প্রতিযোগিতা।
৭: ৭৭-৮২। ফেরআওন ও সেনাদের পানিতে নিমজ্জন।
৮: ৮৩-৯৯। সামেরী কর্তৃক নবী ইসরাঈলকে গোমরাহকরণ ও মুসার রাগ।
-
৯: ১০০-১১৪। কুরআন উপেক্ষাকারীদের প্রতিদান। কিয়ামত দিবসের কিছু দৃশ্য।
১০: ১১৫-১২৭। আদমকে ফিরিশতাদের সিজদার ঘটনা। আদমকে ইবলিস থেকে সতর্কীকরণ।
১১: ১২৮-১৩৫। পূর্ববর্তী জাতিদের ঘটনা থেকে শিক্ষাগ্রহণ। নবীর প্রতি দিকনির্দেশনা। মুশরিকদের হঠকারিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন