যারা জ্ঞানী তাদের জন্য উচিৎ মূর্খের সাথে ঝগড়ায় না জড়ানো।কারন মূর্খের মুখে কোন লাগাম নেই।আর জ্ঞানী তো জ্ঞানী।তবে হ্যাঁ এর পরেও যদি কেও মূর্খের সাথে ঝগড়ায় জড়ায়।তাহলে কিছুক্ষণ পর জ্ঞানীর মুখ আটমেটিক বন্ধ হয়ে যাবে। কারন তারা এমন কিছু ভাষা ব্যাবহার করে যা মুখে উচ্চারণ করার মত না। ।তারা মোটা মুটি কেমন যেন এ ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ মূর্খ পণ্ডিত । তার পরেও যদি জ্ঞানী মূর্খের সাথে ঝগড়ায় জড়ায় তাহলে মূর্খ যদি তাকে ১০ শুনায় সে ক্ষেত্রে সে ১০ না বললেও একটি হলেও মুখ থেকে ঢেড়শের মত পিচ্ছিল হয়ে বের হয়ে যাবে। তখন সে ক্ষেত্রে মূর্খের চাইতে জ্ঞানীর ইজ্জতটা আগে যাবে।কারন মানুষ তো তাকে শিক্ষিত জ্ঞানী বলেই জানে তার মুখে মূর্খসুলোভ আচরণ সোভা পায় না। যার শিকার হয়েছে আমারি এলাকার এক ছোট ভাই।ওকে যা শুনিয়েছে আমার শুনা ছাড়া বিকল্প কোন পথ ছিল না। যার বাস্তব নমুনা এই মাত্র দেখে আসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন