হযরত অানাস ( রাঃ ) হইতে বর্নিত অাছে যে, রসুল (সাঃ) এরশাদ করিয়াছেন,
অামি তোমাদিগকে এমন লোকদের কথা বলিব কি, যাহারা নবী অথবা শহীদ নহে
অথচ কেয়ামতের দিন অাল্লাহর পক্ষ হইতে তাহাদের জন্য নির্ধারিত নূরের মিম্বারে
তাহাদিগকে উপবিষ্ট দেখিয়া ও তাহাদের পরিচয় লাভ করিয়া নবী ও শহীদগণ পর্যন্ত ঈর্ষা করিতে থাকিবেন ?
তাহাদিগকে উপবিষ্ট দেখিয়া ও তাহাদের পরিচয় লাভ করিয়া নবী ও শহীদগণ পর্যন্ত ঈর্ষা করিতে থাকিবেন ?
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন , তাহারা কাহারা হইবে? ইয়া রসূলুল্লাহ!
তিনি বলিলেন, যাহারা অাল্লাহর বান্দাগণকে অাল্লাহর নিকট প্রিয় বানাইবার চেষ্টা করিতে থাকে। অার কল্যাণ কামনায় যমীনের বুকে চলা ফেরা করে।
হযরত অানাস (রাঃ) বলেন, অামি জিজ্ঞাসা করিলাম, অাল্লাহকে তাহার বান্দাগণের নিকট প্রিয় বানাইবার বিষয়টি তো বুঝিতে পারিয়াছি, কিন্তু অাল্লাহর বান্দাগণকে অাল্লাহর নিকট কিরূপে প্রিয় বানাইবে?
তিনি বলিলেন , (উহার পদ্ধতি হইলো) তাহাদিগকে অাল্লাহর পছন্দনীয় কাজের অাদেশ করিবে ও অাল্লাহর অপছন্দনীয় কাজ হইতে বিরত রাখিবে।
সুতরাং তাহারা অাল্লাহর হুকুমকে মানিয়া চলিবে, অাল্লাহ তায়ালা তাহাদিগকে ভালোবাসিবেন।
( বায়হাক্বী )
******************************************
প্যাচাল তো বহুতই করেন , এবার নিজের হিসাব নিজে মিলান। টিভি, ভিডিও, ফেইসবুক থেকে বের হয়ে বাস্তবতায় অাসুন এবং গাস্তে শরীক হোন।
প্যাচাল তো বহুতই করেন , এবার নিজের হিসাব নিজে মিলান। টিভি, ভিডিও, ফেইসবুক থেকে বের হয়ে বাস্তবতায় অাসুন এবং গাস্তে শরীক হোন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন